সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমি দলের সঙ্গেই আছি, দলের সঙ্গেই থাকব।’ প্রথমবার সরাসরি দলের উদ্দেশে বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শনিবার জেলে আচমকা অসুস্থ বোধ করায় পার্থকে SSKM-এ নিয়ে যেতে হয়। হাসপাতাল থেকে ফিরে প্রেসিডেন্সি সংশোধনাগারে ঢোকার মুখেই একথা বলেন তিনি।
তৃণমূল কংগ্রেস (TMC) যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নেই, সেটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। দলের মহাসচিব পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকেও। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় দলকে পাশে পাবেন না। তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারাও নিজেদের বক্তব্যে পার্থকে একপ্রকার দোষী ঠাওরে ফেলেছেন। তাৎপর্যপূর্ণভাবে পার্থর পাশে না থাকলেও অনুব্রতকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরাও বলাবলি শুরু করে দিয়েছিল, দল এবং নেত্রী দুর্নীতির অভিযোগে বিদ্ধ পার্থকে পুরোপুরি ঝেড়ে ফেলতে চাইছে। কিন্তু পার্থ এসবের মধ্যেও দলের পাশে থাকার বার্তা দিলেন।
[আরও পড়ুন: জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হল এসএসকেএমে]
এদিন প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) ঢোকার মুখে সাংবাদিকরা পার্থবাবুর কাছে জানতে চান দল সম্পর্কে তাঁর অবস্থান কী? সেই প্রশ্নের জবাবে পার্থ স্পষ্ট করে বলে দেন,”আমি আগেও বলেছি, আমি দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই থাকবে।” অর্থাৎ তৃণমূল তাঁর থেকে দূরত্ব বাড়িয়ে ফেললেও দলের প্রতি আস্থা এখনও হারাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের অভিমত, কোণঠাসা পার্থ ভবিষ্যতের কথা মাথায় রেখে আনুগত্য দেখিয়ে সুনজরে থাকার চেষ্টা করছেন।
[আরও পড়ুন: করম পুজোয় ছুটি, বাধ্য হয়ে নবান্ন অভিযান পিছিয়ে দিল বিজেপি]
এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তারির পর বেশ কিছুদিন মুখে কুলুপ এঁটেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পরে অবশ্য শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে যাতায়াতের পথে কিংবা আদালতে ঢোকা-বেরনোর পথে একাধিকবার ষড়যন্ত্রের তত্ত্ব শোনা দিয়েছে তাঁর মুখে। অভিযোগ করেছেন, ‘ষড়যন্ত্র হয়েছে।’ তবে কে বা কারা এই ষড়যন্ত্র করেছেন, তা নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। উলটে বলেছেন, সময়ে সব জানা যাবে। গত বৃহস্পতিবার আরও তাৎপর্যপূর্ণভাবে ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) দাঁড়িয়ে তিনি বলেন, ‘সময়ে সব প্রমাণ হবে। কেউ ছাড় পাবে না।’ সেই বক্তব্য কার উদ্দেশ্যে ছিল সেটাও স্পষ্ট করেননি পার্থ। যা নিয়ে বিস্তর লেখালেখিও হয়েছে। তবে, শনিবার পার্থ একটা জিনিস স্পষ্ট করে দিলেন, দলের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। যদিও পার্থর এই বার্তাকে তৃণমূল তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। শাসকদলের সাংসদ শান্তনু সেন বলছেন, ‘পার্থবাবু কী বলছেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।’