shono
Advertisement

আজ ফের রাষ্ট্রপতির দরবারে মমতা

বৈষম্য হচ্ছে রাজ্যের সঙ্গে, প্রণব সকাশে মমতা!
Posted: 08:12 PM Nov 24, 2016Updated: 03:12 PM Nov 24, 2016

স্টাফ রিপোর্টার: নোট বাতিল ইস্যুতে বৃহস্পতিবার ফের রাষ্ট্রপতি সকাশে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠছে, আজ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে এই নালিশ জানাবেন মমতা৷ এদিন দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাওযার কথা মমতার৷ তাঁর অভিযোগ, রেল, বিমানের টিকিট কাটতে পুরনো নোট ব্যবহার করা যাচ্ছে, কিন্তু স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে করা যাচ্ছে না! কেন এই বৈষম্য করা হচ্ছে রাজ্যের সঙ্গে, তার জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে৷”

Advertisement

এদিন দিল্লিতে দাঁড়িয়ে মমতা স্পষ্ট করেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি-এই তিন মাস কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী৷ কিন্তু কেন্দ্রের তুঘলকি আচরণে বাংলার চাষীরা এখন কর্মহীন৷ মমতা এদিন আরও জানিয়েছেন, কেন্দ্রের বিরুদ্ধে নালিশ জানাতে বিরোধীদের ডাকা ‘আক্রোশ দিবস’-এর সমর্থনে তিনি কলকাতাতেও আন্দোলনে নামবেন৷ আগামী সোমবার দেশজুড়ে প্রধানমন্ত্রীর নোট বাতিল সিদ্ধান্তের বিরোধিতায় জাতীয় প্রতিবাদ দিবস পালন করা হবে৷ তারই নাম দেওয়া হয়েছে আক্রোশ দিবস৷ দেশজুড়ে একজোট করা বিরোধীদের সমর্থনে কলকাতার রাজপথে নামবেন মমতা৷ ওই কর্মসূচি সেরে ওইদিন রাতেই তাঁর লখনউ উড়ে যাওয়ার কথা৷ পরদিন সেখানেই রয়েছে তাঁর জনসভা৷

এদিকে আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরার কথা৷ পাশাপাশি পূর্ব ঘোষণামতো আজ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে রয়েছে একই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি৷ দক্ষিণ কলকাতায় এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হবেন রাজ্যের মন্ত্রী-বিধায়করা৷ দক্ষিণ কলকাতার বড় অংশজুড়ে মিছিল হবে৷ গোলপার্ক থেকে রাসবিহারী হয়ে মিছিল গিয়ে শেষ হবে হাজরা মোড়ে৷ থাকার কথা দলের শীর্ষস্থানীয় নেতা সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস, শোভন চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশিস কুমার-সহ সাংসদ, মন্ত্রী, বিধায়কদের৷ আগামিকাল রয়েছে ব্লকে ব্লকে মিছিল৷ শনিবার রাজ্যে মানুষের প্রতিবাদ দিবস পালন করবে তৃণমূল৷ সেদিন রাজ্য জুড়ে সাধারণ মানুষকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement