shono
Advertisement
Jasprit Bumrah

নাড়ি-নক্ষত্র সব জানা, বুমরাহকে সামলানো সমস্যার নয়! টেস্ট সিরিজের আগে হুঙ্কার ইংরেজ ব্যাটারের

টেস্টে বুমরাহর বিরুদ্ধে অতীতের ভালো রেকর্ডই ভরসা যোগাচ্ছে ইংরেজ তারকাকে।
Published By: Prasenjit DuttaPosted: 01:13 PM Mar 20, 2025Updated: 01:13 PM Mar 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের শেষ হতে না হতেই টিম ইন্ডিয়া যাবে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। আগামী জুন থেকে শুরু এই সফর। তার আগে সংবাদমাধ্যমের সামনে বড়সড় দাবি করলেন ব্রিটিশ ওপেনার বেন ডাকেট। এই বাঁ-হাতি ব্যাটার রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহকে।

Advertisement

কী বললেন তিনি? তাঁর মতে, বুমরাহকে কীভাবে সামলাতে হয় তা তিনি জানেন। তাই তাঁকে সামলাতে মোটেও বেগ পেতে হবে না। বুমরাহর মোকাবিলা করাটা চ্যালেঞ্জিং। মেনে নিয়েও ডাকেট বলছেন, “এর আগে পাঁচ টেস্টের সিরিজে ওর মুখোমুখি হয়েছি। আমি জানি ও কী করতে পারে। বুমরাহের মধ্যে কী কী দক্ষতা রয়েছে, সবই আমার জানা। ও আমাকে চাপে ফেলতে পারবে না। পুরো ব্যাপারটাই বেশ চ্যালেঞ্জিং। লাল বলে দক্ষতার দিক থেকে বুমরাহের চেয়ে কোনও অংশে কম নন মহম্মদ শামি। ও কিন্তু সমান ভয়ংকর। প্রথম দিকের ওভারগুলো সামলে দিতে পারলে রান আসবেই।''

গত বছর ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৩০ বছর বয়সি এই ইংরেজ ব্যাটার ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। করেছিলেন ৩৪৩ রান। অন্যদিকে, বুমরাহ গোটা সিরিজে ১৬.৮৯ গড়ে নিয়েছিলেন ১৯ উইকেট। কিন্তু ডাকেটকে আউট করেন মাত্র একবারই। ওই সিরিজে বুমরাহের বিরুদ্ধে মোট ৯৪ বল খেলে ৬৩ রান করেন ডাকেট। 

ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ডাকেটের সংযোজন, “ঘরের মাঠে ভারত এক রকম। বিদেশের মাটিতে আরেক রকম। আমার মনে হয় ভারতীয় দলতে আমরা হারাতে পারব। তবে, দুর্দান্ত একটা ভালো সিরিজ হবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের শেষ হতে না হতেই টিম ইন্ডিয়া যাবে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।
  • আগামী জুন থেকে শুরু এই সফর।
  • সংবাদমাধ্যমের সামনে বড়সড় দাবি করলেন ব্রিটিশ ওপেনার বেন ডাকেট।
Advertisement