shono
Advertisement

Breaking News

কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ‘ডোজ’আরও বাড়বে, হুঁশিয়ারি মোদির

দেশের জন্য আমি আমার বাড়ি, পরিবার-সব ছেড়ে এসেছি: মোদি The post কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ‘ডোজ’ আরও বাড়বে, হুঁশিয়ারি মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 06:46 PM Nov 13, 2016Updated: 01:35 PM Nov 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপান সফরেই ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন৷ দেশে ফিরে কালো টাকার বিরুদ্ধে কার্যত ‘জেহাদ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ‘ডোজ’ আরও বাড়ানো হবে৷ তারা টের পাবেন ধীরে ধীরে৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর দেশজুড়ে বিরোধীরা সওয়াল তুলেছিল, দেশবাসীকে বিপাকে ফেলে প্রধানমন্ত্রী জাপানে লুকিয়ে রয়েছেন৷ রবিবার, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিরোধীদের সেই অভিযোগের জবাব তো দিলেনই, পাশাপাশি কালো টাকার বিরুদ্ধে আমরণ সংগ্রামের অঙ্গীকারে পাশে টেনে নিলেন গোটা দেশকে৷

Advertisement

এদিন, গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কালো টাকার কারবারিদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, জনপ্রিয়তার রাজনীতি তাঁর না-পসন্দ৷ তিনি বলেন, “গদি আঁকড়ে বসে থাকা নয়, দেশের প্রকৃত উন্নয়নই আমার পাখির চোখ৷ চেয়ারে বসে থাকতে আমি জন্মাইনি৷ দেশের স্বার্থে আমি পরিবার, বাড়ি, আমার যা কিছু ছিল ছেড়ে এসেছি৷” এ কথা বলতে বলতে মোদির গলা ধরে আসে৷ কয়েক সেকেন্ড তাঁর ভাষণ থেমে যায়৷ একটু সামলে নিয়ে ফের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে খড়গহস্ত হন তিনি৷ গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করায় অনেকের যে রাতের ঘুম উড়ে গিয়েছে সে কথাও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি সৎ মানুষরা মিষ্টি খেয়ে ঘুমোচ্ছে বলেও তাঁর সরস মন্তব্য৷ ১৭ মাসে নয়া সরকার যে কাজ করেছে তা গত ৭০ বছরে হয়নি বলে দাবি মোদির৷

প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, কালো টাকার পর কেন্দ্রের নজরে এবার বেনামি সম্পত্তি৷ পাশাপাশি, তিনি এও জানান, নোট বাতিলের পরিকল্পনা অত্যন্ত গোপনে গত ১০ মাস ধরে চলেছে৷ রাতারাটি বড় নোট অচল হয়ে যাওয়ায় আপাত একটা সমস্যা তৈরি হয়েছে, সে কথা স্বীকার করে নিয়ে এদিন দেশবাসীর কাছ থেকে ৫০ দিন সময় চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী৷ বলেছেন, “৩০ ডিসেম্বরের পর আপনারা যেমন দেশ চান, তেমন দেশ উপহার দেব৷ না দিতে পারলে আমি চৌরাস্তায় গিয়ে দাঁড়াব৷ যা শাস্তি দেবেন মাথা পেতে নেব৷”

ভিডিও:

অনেক সাংসদই যে সোনা কেনাবেচায় প্যান কার্ডের ব্যবহারের বিরুদ্ধে মত দিয়েছিলেন, এদিন সে কথা প্রকাশ্যেই বলেন মোদি৷ গরিব মানুষ, মনরেগা মজদুর, তৃণমূল স্তরের মানুষকে কেন্দ্রীয় ভরতুকির টাকা সরাসরি ব্যাঙ্কে পাঠানোয় দালাল-রাজ বন্ধ হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ তাঁর বক্তব্য, “এখন সবাই বুঝতে পারছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার সুবিধা৷ প্রয়োজনে শূন্য রাখুন অ্যাকাউন্ট, কিন্তু একবার ব্যাঙ্কে পা দিন৷ সেটাই আমার লক্ষ্য৷” দেশের টাকা কেউ লুঠ করে বিদেশে লুকিয়ে রাখলে সেই টাকা ফিরিয়ে আনা কেন্দ্রের দায়িত্বও বলেও এদিন নিজের ভাষণে জানিয়েছেন মোদি৷ তাঁর কথায়, “সৎ মানুষের সদিচ্ছার অভাব নেই৷ তাঁদের উপর আমার পূর্ণ আস্থা আছে৷” বিরোধীদের নিশানা করে তাঁর বক্তব্য, “টুজি স্ক্যাম, কয়লা কেলেঙ্কারিতে যাঁরা জড়িয়ে ছিল, আজ ৪ হাজার টাকা তুলতে তাঁদেরও লাইনে দাঁড়াতে হচ্ছে৷” দেশের মানুষকে পাশে থাকতে অনুরোধ জানিয়ে মোদির আহ্বান, ‘কালো টাকার বিরুদ্ধে এই বৈপ্লবিক সংগ্রামে সৎ মানুষরা আমার পাশে দাঁড়ান৷’

#WATCH: PM Narendra Modi seeks blessings from the people to defeat the menace of corruption. pic.twitter.com/SXnpZ5mjqI

— ANI (@ANI_news) November 13, 2016

The post কালো টাকার কারবারিদের বিরুদ্ধে ‘ডোজ’ আরও বাড়বে, হুঁশিয়ারি মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement