shono
Advertisement

ইস্তফা দিতে নারাজ, তামিলনাড়ুর ক্ষমতা দখলে বিদ্রোহ পন্নিরের

এআইএডিএমকে’র বিভাজন এখন সময়ের অপেক্ষা! The post ইস্তফা দিতে নারাজ, তামিলনাড়ুর ক্ষমতা দখলে বিদ্রোহ পন্নিরের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:57 AM Feb 08, 2017Updated: 06:39 AM Feb 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজনীতি৷ মঙ্গলবার সকালেই এআইএডিএমকে নেতা পি এইচ পান্দিয়ান এক সাংবাদিক বৈঠকে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী এবং আম্মার দীর্ঘদিনের ছায়াসঙ্গী শশীকলার বিরুদ্ধে মুখ খুলেছিলেন৷ জানিয়েছিলেন দলের এবং রাজ্যের নেতৃত্ব দেওয়ার কোনও যোগ্যতা শশীকলার নেই৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তামিলনাড়ুর রাজনীতিতে একেবারে ঝড় তুলে দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম৷

Advertisement

(শীঘ্রই ভয়াবহ ভূমিকম্পে কাঁপবে উত্তর ভারত)

মঙ্গলবার রাত ন’টা নাগাদ মুখ্যমন্ত্রী হঠাৎই জয়ললিতার সমাধির কাছে হাজির হন৷ সেখানে প্রায় ৪০ মিনিট নীরব বসে থাকার পর তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে ইতিমধ্যেই  ঘুম উড়ে গিয়েছে এআইএডিএমকে’র শীর্ষ নেতৃত্বের৷ আম্মার সমাধির সামনেই কোনও এক দৈব মুহূর্তে তিনি সিদ্ধান্ত নেন রাজ্যের রাজনীতির হাল ফেরাতে একাই দলের তথা সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেন তিনি৷ সাংবাদিক বৈঠকে পন্নিরের মন্তব্য, তাঁকে জোর করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করেছেন শশীকলা৷ শুধু তাই নয় তিনি আরও বলেন, “গত রবিবার বিধায়কদের নিয়ে আলোচনায় বসতে বাধ্য করা হয়েছিল৷ কিন্তু সেই আলোচনায় যে শশীকলাকে দলনেত্রীর পদ দেওয়া হবে সে বিষয়ে আমাকে অন্ধকারে রাখা হয়েছিল৷”  আম্মার সমাধির সামনে রাজ্য রাজনীতির হাল-হকিকত জানাতে চেয়েছিলেন তিনি৷ তখনও তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগও করেন তিনি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন তিনি৷ কিন্তু দলের সদস্যদের মত থাকলে সেই ইস্তফা তিনি প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন৷

(লোকসভায় রাহুল-সহ গান্ধী পরিবারকে কটাক্ষ মোদির)

এদিকে পন্নিরসেলভমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দলের সাধারণ কর্মীরা৷ মুখ্যমন্ত্রীর এই একলা চলার লড়াইকে স্বাগত জানিয়ে ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় তুলেছেন দলের একাংশ৷ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে দলের মধ্যে বিভাজন রীতিমতো স্পষ্ট হয়ে উঠেছে৷  পন্নিরসেলভমের এই কাজে বিজেপির মদত রয়েছে বলেও সন্দেহ করছেন দলের বিশেষজ্ঞরা৷

অন্যদিকে, পন্নিরের এই বিতর্কিত বক্তব্যের পর রাতারাতি তাঁকে এআইএডিএমকে’র কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷

The post ইস্তফা দিতে নারাজ, তামিলনাড়ুর ক্ষমতা দখলে বিদ্রোহ পন্নিরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement