সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা যুদ্ধক্ষেত্র হয়ে উঠল লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে (Lucknow-Agra Expressway)! বাস-ট্রাক-গাড়ি চলা রাস্তায় নামল যুদ্ধবিমান। চমকে গেলেন স্থানীয়রা। বায়ুসেনার সুখোই-৩০ এম কে আই ঝকঝকে কালো পথ ছুঁল, খানিক বাদে উড়েও গেল নির্বিঘ্নে। কিন্তু কেন? আসলে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি ভারতীয় বায়ুসেনা, সেই মহড়া দিতেই বিমানঘাঁটির বদলে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে নামল অত্যাধুনিক যুদ্ধবিমানটি।
বায়ুসেনার 'মিশন গগন শক্তি'র অন্তর্গত ছিল লখনউ-আগরা এক্সপ্রেসওয়ের সফল মহড়া। সম্প্রতি কেন্দ্র সুখোই-৩০ এম কে আই-এর দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক মহড়ার অনুমোদন দিয়েছে। সুখোই-৩০ এম কে আই-এর সক্ষমতা বাড়াতে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। ডিআরডিও এবং হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেডকে যৌথভাবে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন রাডার, মিশন কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক যুদ্ধ প্রকৌশল, অস্ত্র ব্যবহারে বিমানের সক্ষমতা বৃদ্ধি যার অংশ।
[আরও পড়ুন: ভোটের মুখে টাটাদের ফেরার প্রতিশ্রুতি লকেটের, ‘স্বপ্ন দেখছেন’ কটাক্ষ রচনার]
সুখোই-৩০ এম কে আই ফাইটার জেট। প্রায় দু'দশক আগে রাশিয়ার কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছিল ভারত। এই যুদ্ধ বিমানের আয়ু ২০ বছর বাড়িয়ে নিতে চাইছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার হাতে রয়েছে ২৭২টি এসইউ ৩০ এম কে আই যুদ্ধ বিমান। দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমান যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী।