shono
Advertisement

সাহসিকতাকে কুর্নিশ, বীরচক্র সম্মানে ভূষিত হতে পারেন অভিনন্দন

খুব শীঘ্রই ককপিটে ফিরতে চলেছেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। The post সাহসিকতাকে কুর্নিশ, বীরচক্র সম্মানে ভূষিত হতে পারেন অভিনন্দন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:23 AM Apr 21, 2019Updated: 10:23 AM Apr 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে শিরোনামে উঠে এসেছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ যে কোনও পরিস্থিতিতে শক্ত থেকে কীভাবে নিজের দায়িত্বে অবিচল থাকতে হয়, তাই করে দেখিয়েছিলেন তিনি৷ তাঁর অদম্য জেদ এবং সাহসিকতায় আপ্লুত ভারতবাসী৷ উইং কমান্ডারই ভূষিত হতে পারেন বীরচক্র সম্মানে৷

Advertisement

[ আরও পড়ুন: ভোটে জিতলে অর্ধেক করে দেওয়া হবে মদের দাম, প্রতিশ্রুতি ইস্তেহারে]

গত ১৪ ফেব্রুয়ারি তুষারাবৃত উপত্যকা রক্তে লাল হয়ে উঠেছিল৷ পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি হামলায় পুলওয়ামায় শহিদ হন চল্লিশেরও বেশি ভারতীয় সিআরপিএফ জওয়ান৷ শহিদের রক্তে ক্ষোভ তৈরি হয় ভারতবাসীর মনে৷ প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠেন সকলেই৷ পুলওয়ামায় হামলার ঠিক বারোদিনের মাথায় বোমারু যুদ্ধবিমান মিরাজ-২০০০ এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ তবে তাতেও শিক্ষা হয়নি পাকিস্তানের৷ তার ঠিক পরেরদিনই আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান৷ তার যোগ্য জবাব দেয় ভারত৷ ধাওয়া করে পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ যদিও সীমানা পেরিয়ে ঢুকে যাওয়ায় পাকিস্তান অভিনন্দনকে বন্দি করে৷ কূটনৈতিক চাপের কাছে মাথানত করে অভিনন্দনকে ভারতে ফেরাতে বাধ্য হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে যুদ্ধের আবহে শত্রুপক্ষের হাতে ধরা পরেও দাঁতে দাঁত চেপে নিজের দায়িত্ব পালন করেছেন অভিনন্দন৷ তাই তাঁকে নিয়ে গর্বিত গোটা দেশ৷ অদম্য সাহসিকতার কথা মাথায় রেখে অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মানে ভূষিত করার কথা ভাবা হচ্ছে৷

[ আরও পড়ুন: ফোনের ওপারে চিকিৎসক, নির্দেশ মেনে ভোটকর্মীর প্রাণ বাঁচালেন জওয়ান]

দেশে ফিরে আসার পর মেরুদণ্ডে চোট, পাঁজরের হাড়ে চিড় নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভরতি ছিলেন অভিনন্দন বর্তমান৷ সেনা হাসপাতালে চিকিৎসকদের থেকে ছাড়পত্র পাওয়ার পরই শ্রীনগরের বায়ুসেনার স্কোয়াড্রনে যোগ দেন তিনি। ককপিটের প্রতি তাঁর আকর্ষণ যে কত তা স্বীকার করে নিয়েছেন বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরাও৷ খুব শীঘ্রই ককপিটে ফিরতে চলেছেন বায়ুসেনার উইং কমান্ডার। শ্রীনগর স্কোয়াড্রন থেকে নতুন কোনও কর্মক্ষেত্রে যোগ দেবেন অভিনন্দন। গোপনীয়তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই আপাতত সেই জায়গার নাম প্রকাশ্যে আনা হয়নি৷ তবে শোনা যাচ্ছে, ওয়েস্টার্ন সেক্টর অর্থাৎ পাক সীমান্ত লাগোয়া এলাকার এয়ারবেসেই তাঁকে পাঠানো হতে পারে।

The post সাহসিকতাকে কুর্নিশ, বীরচক্র সম্মানে ভূষিত হতে পারেন অভিনন্দন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement