দেবব্রত মণ্ডল, বারুইপুর: তৃণমূল (TMC) নেতা খুনের চারদিনের মধ্যে অপসারিত জয়নগর থানার আইসি। রাকেশ চট্টোপাধ্যায়কে পাঠানো হল বারাকপুর কমিশনারেট এলাকায়। তাঁর বদলে আইসি (IC) হয়ে এলেন পার্থসারথি পাল। তিনি ছিলেন বারুইপুরে, DIB বিভাগে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে এই রদবদল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও প্রশাসনের মতে, এটা রুটিন বদলি।
সোমবার ভোরে নমাজ পড়তে যাওয়ার সময় দলুয়াখাঁকি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা হয়ে যান অঞ্চল সভাপতি সইফউদ্দিন লস্কর। পালটা জনতার মারে মৃত্যু হয় অন্যতম অভিযুক্ত সাহাবুদ্দিন। এর পর এলাকার একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরের মতো হিংসাত্মক ঘটনা ঘটে। তিনটি আলাদা ঘটনায় পৃথক FIR দায়ের করে শুরু হয়েছে তদন্ত। এলাকার পরিস্থিতি এখনও উত্তপ্ত। এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
[আরও পড়ুন: রাম মন্দিরের পর দিঘার জগন্নাথ মন্দির, উদ্বোধনের দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর]
এরই মাঝে শুক্রবার সন্ধেবেলা পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করা হল। জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়কে সরিয়ে পাঠানো হল বারাকপুরে। তাঁর বদলে দায়িত্ব নিলেন বারুইপুরের (Baruipur), ডিআইবি বিভাগের অফিসার পার্থসারথি পাল। প্রশাসনের তরফে একে রুটিন বদলি বলে জানানো হলেও ওয়াকিবহাল মহলের বড় অংশের মত, সাম্প্রতিক পরিস্থিতিতেই এই রদবদল করা হয়েছে। এদিকে বারাকপুর কমিশনারেটের অন্তর্গত টিটাগড় (Titagarh) থানাতেও দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বদলি করা হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি টিটাগড় এলাকাতে দিন কয়েক ধরে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে। রাজনৈতিক হিংসায় তপ্ত হয়েছে এলাকা। অর্থাৎ লোকসভা ভোটের আগে রাজ্যের উত্তেজনাপ্রবণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাই এসব বদলির মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।