সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপের বাইশ গজে যখনই নামছেন তখনই ক্রিকেটপ্রেমীদের মন জয় করছেন। মুখ উজ্জ্বল করছেন নিজের দেশের। তাঁর দুর্দান্ত ফর্মে রীতিমতো গর্বিত বাংলাদেশবাসী। সেই শাকিব-আল-হাসান সোমবার ফের নয়া নজির গড়লেন। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এদিন ইতিহাস তৈরি করলেন শাকিব।
সাউদাম্পটনে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন। আফগানদের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশি অলারাউন্ডার। আর ৫১ রান ঝুলিতে ভরার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে এক হাজার রানের মালিক হয়ে গেলেন তিনি। প্রথম বাংলাদেশি তারকা হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন শাকিব। বিশ্ব ক্রিকেটে ১৯ তম ব্যাটসম্যান হিসেবে এই অনন্য নজির গড়লেন তিনি।
[আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে হাই তোলা নিয়ে আজব সাফাই সরফরাজের]
চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন শাকিব। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২১ রানের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১২৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন তিনি। শুধু তাই নয়, ছয় ম্যাচে ৪৭৬ রান নিয়ে আপাতত সর্বোচ্চ রানপ্রাপকদের তালিকার শীর্ষেও পৌঁছে গিয়েছেন শাকিব। তাঁর ধারাবাহিকতায় ভর করেই এখনও বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর স্বপ্ন দেখছেন বাংলাদেশবাসী। এদিনও নিরাশ করেননি অলরাউন্ডার। অর্ধ শতরান করে মুজিব উর রহমানের ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ওয়ানডে ক্রিকেটে এটি তাঁর ৪৫ তম হাফ সেঞ্চুরি। চলতি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কী, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু শাকিব যে হাজার হাজার উঠতি ক্রিকেটারের আইকন হয়ে উঠেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
[আরও পড়ুন: অনবদ্য রেকর্ড ওয়ার্নারের, রহিমের সেঞ্চুরিও বাঁচাতে পারল না বাংলাদেশকে]
The post বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে বিরল রেকর্ড গড়লেন শাকিব appeared first on Sangbad Pratidin.