সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশকের সেরা টি-২০ এবং ওয়ানডে একাদশ ঘোষণা করল আইসিসি (ICC)। প্রত্যাশিতভাবেই ওয়ানডে একাদশে অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন ধোনি। টি-২০ একাদশেও অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মাহিকেই। গত দশকে ধোনি অধিনায়ক হিসেবে একবারও টি-২০ বিশ্বকাপ জেতেননি। তবে, সার্বিকভাবে এই ফরম্যাটে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল নজরকাড়া। যার পুরস্কারও পেয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ভারতীয় দলের চার তারকা আইসিসির দশকসেরা টি-২০ একাদশে জায়গা পেয়েছেন। অন্যদিকে দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন ৩ ভারতীয় ক্রিকেটার।
আইসিসির সেরা টি-২০ একাদশে ওপেনার হিসেবে বাছা হয়েছে টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’ রোহিত শর্মা (Rohit Sharma) এবং ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে। তিন নম্বরে ব্যাটিং করছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ, চারে ব্যাট করছেন কিং কোহলি। পাঁচ নম্বরে ব্যাটিং করছেন ‘মিস্টার ৩৬০’ এবি ডি’ভিলিয়ার্স। এবির পর ৬ নম্বরে জায়গা পেয়েছেন ‘ম্যাড ম্যাক্স’ গ্লেন ম্যাক্সওয়েল। অধিনায়ক ধোনি ব্যাট করছেন ৭ নম্বরে। আট নম্বরে ব্যাটিং করছেন ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড, ৯ নম্বরে সুযোগ পেয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ২০১৫ সালে অভিষেক করা সত্ত্বেও এই দলে সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। দুই পেসার হিসেবে দলে সুযোগ পাচ্ছেন দুই ইয়র্কর কিং বুমরাহ এবং মালিঙ্গা।
এক নজরে আইসিসির দশক সেরা টি-২০ একাদশ:
রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি’ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কাইরন পোলার্ড, রশিদ খান, জশপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা
[আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে দুরন্ত ছন্দে রাহানের টিম ইন্ডিয়া, নেতৃত্ব নিয়ে ঘুরিয়ে কোহলিকে খোঁচা গাভাসকরের!]
আইসিসির সেরা ওয়ানডে একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন সেই রোহিত শর্মা। তবে এবারে তাঁর জুটি বদলে যাচ্ছে। গেইলের বদলে ওপেনার ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে কিং কোহলি, চারে সেই এবি ডি’ভিলিয়ার্স, পাঁচে সুযোগ পেয়েছেন শাকিব আল হাসান। ছয়ে ব্যাটিং করবেন অধিনায়ক ধোনি, বেন স্টোকস সুযোগ পেয়েছেন ৭ নম্বরে। দলের তিন পেসার মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা এবং ট্রেন্ট বোল্ট। একমাত্র স্পিনার ইমরান তাহির।
এক নজরে আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি’ভিলিয়ার্স, শাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।