সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্তরকমের ক্রিকেটে শাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করল আইসিসি। দিনদুয়েক আগে বাংলাদেশি তারকার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। এবার আইসিসির তরফেও তাঁর বোলিং নিষিদ্ধ করা হল। ফলে প্রশ্ন উঠছে, কেবল ব্যাটার হিসাবে কি আর জাতীয় দলে খেলতে পারবেন প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার?
ঘোর দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। এই মুহূর্তে নিজের দেশে ঢোকা নিষেধ শাকিবের। বিদেশের মাটিতে তাঁকে খেলানো হবে কিনা তা নিয়েও সংশয় রয়ে গিয়েছে। ফলে দেশের জার্সি গায়ে খেলার পাট মোটামুটি চুকে গিয়েছে। আপাতত শাকিবের ভরসা শুধু কাউন্টি এবং বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানেও ধাক্কা খেতে হল তারকা ক্রিকেটারকে। গত শুক্রবার ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বোলিং অ্যাকশন নিয়মবিরুদ্ধ। তাঁকে ইসিবি আয়োজিত কোনও টুর্নামেন্টে বল করার অনুমতি দেওয়া হবে না।
ইসিবির এই সিদ্ধান্তের পরে আইসিসিও জানিয়ে দিল, আপাতত শাকিবের বোলিং নিষিদ্ধ। রবিবার এই খবর জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বল করতে পারবেন না তারকা অলরাউন্ডার। ফলে জাতীয় দলের ম্যাচ হোক বা ঘরোয়া ক্রিকেট, শাকিবকে খেলতে হবে কেবল ব্যাটার হিসাবেই। তার পর থেকেই প্রশ্ন উঠছে, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন শাকিব?
উল্লেখ্য, টেস্ট এবং টি-২০তে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন শাকিব। বাংলাদেশের জার্সিতে বর্ণময় কেরিয়ার শেষ করার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চকে বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু কেবল ব্যাটার হিসাবে কি জাতীয় দলে আর জায়গা পাবেন শাকিব? প্রশ্ন রয়েছে। তবে দুঃসময়েও আশার আলো, নিষেধাজ্ঞা কাটানোর উপায় রয়েছে পদ্মাপাড়ের অলরাউন্ডারের কাছে। পরীক্ষা দিয়ে তিনি যদি পাশ করেন, তাহলে বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে আইসিসি।