shono
Advertisement
ICC Champions Trophy

ঘরের মাঠে খেতাব ধরে রাখার লক্ষ্যে নামছে পাকিস্তান, রিজওয়ানদের শক্তি-দুর্বলতা কী?

শাক্তিশালী গ্রুপের বেড়া টপকাতে পারবেন রিজওয়ানরা?
Published By: Subhajit MandalPosted: 03:36 PM Feb 16, 2025Updated: 03:36 PM Feb 16, 2025

৮ বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নামছে বিশ্বের সেরা ৮ দল। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে পাকিস্তান।

গ্রুপ:
গ্রুপ এ-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।

Advertisement

পাকিস্তান দল: মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তাইয়াব তাহির, ফাহিম আশরাফ, সৌদ শাকিল, মহম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সলমন আলি আঘা, ফখর জামান, আব্বাস আফ্রিদি।

সম্ভাব্য প্রথম একাদশ: বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সলমন আলি আঘা, তাইয়াব তাহির, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ।

শক্তি:
পাকিস্তান টিমে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যাঁরা নিজেদের দিনে একা খেলা শেষ করে দিতে পারেন। ফকর জামান, বাবর আজম, মহম্মদ রিজওয়ান এঁরা প্রত্যেকে ভয়ঙ্কর। পেস আক্রমণে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহরা। তাছাড়া পাকিস্তান খেলবে ঘরের মাঠে। ঘরোয়া সমর্থক এবং পরিস্থিতির সুবিধা পাবে তারা। তাছাড়া সাম্প্রতিক অতীতে ভালো ফর্মেও রয়েছেন তিনি।

দুর্বলতা:
চোট পেয়ে সাইম আয়ুবের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। বাবর আজমের অফ ফর্ম। প্লাস, পাটা উইকেটে শাহিন-নাসিমরা কতটা কার্যকর হবেন, সেটাও প্রশ্ন। তাছাড়া ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের স্পিন বিভাগ নিয়ে প্রশ্ন রয়েছে। মিডল অর্ডারে রিজওয়ান ছাড়া তেমন অভিজ্ঞ ক্রিকেটার নেই। সেটাও ভোগাতে পারে পাকিস্তানকে।

এক্স ফ্যাক্টর:
মহম্মদ রিজওয়ান।

সম্ভাবনা:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের খেতাব ধরে রাখার লক্ষ্যে নামছে পাকিস্তান। সাম্প্রতিক অতীতে ভালো ফর্মেও রয়েছেন রিজওয়ানরা। তাছাড়া ঘরের মাঠে খেলার সুবিধাও পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্যা হল পাকিস্তান যে গ্রুপে পড়েছে, সেই গ্রুপ -এ বেশ শক্তিশালী। ভারত এবং নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে পাক দলকে। ফলে গ্রুপের বেড়া টপকানোটা চ্যালেঞ্জ হবে রিজওয়ান ব্রিগেডের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের খেতাব ধরে রাখার লক্ষ্যে নামছে পাকিস্তান।
  • সাম্প্রতিক অতীতে ভালো ফর্মেও রয়েছেন রিজওয়ানরা।
  • তাছাড়া ঘরের মাঠে খেলার সুবিধাও পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Advertisement