সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) তাঁর ব্যাট থেকে এসেছে সর্বাধিক রান। স্বভাবতই ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ হয়েছিলেন। তবে সেই পুরস্কার নিতে এসে ‘কাছের মানুষ’ রবি শাস্ত্রীকে (Ravi Shastri) পাত্তাই দেননি বিরাট কোহলি (Virat Kohli)। পুরস্কার নিয়ে সটান ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। সোশাল মিডিয়ার যুগে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
আসলে ফেভারিট হিসাবে ঘরের মাঠে নেমেছিল ভারতীয় দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতা এবং পরবর্তী সময় বোলাররা চাপ বজায় রাখতে না পারার জন্য ৬ উইকেটে হেরে বসেছিল টিম ইন্ডিয়া। আর তাই হয়তো পুরস্কার নেওয়ার পর সঞ্চালকের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি। হাত দেখিয়ে চলে যান। বিশ্বকাপ হেরে ততক্ষণে মন ভারাক্রান্ত বিরাটের। দলের হারে নিজের পুরস্কার পাওয়া নিয়ে কথা বলার অবস্থায় ছিলেন না তিনি।
ফাইনালে তাঁর অবদান ৫৪। যেভাবে প্যাট কামিন্সের বলে তিনি আউট হয়েছিলেন, সেটা ম্যাচের শেষেও মেনে নিতে পারেননি। এরসঙ্গে যোগ হয়েছিল হার। আর তাই হয়তো পুরস্কার নিতে গিয়ে ভারতের প্রাক্তন কোচকে এড়িয়ে যান বিরাট। রবিবাসীয় আহমেদাবাদ সেই ঘটনার সাক্ষী হয়ে থেকেছিল। শাস্ত্রীর দিকে হাত নাড়িয়ে বিরাট বুঝিয়ে দেন যে, তাঁর কথা বলার মতো মনের অবস্থা নেই।
[আরও পড়ুন: দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ না দেখে মন ভেঙেছে প্রিয় বন্ধুর! কে তিনি?]
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ার সম্মান বিরাট পেয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির কাছে থেকে। পুরস্কার নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে কিছু বলার জন্য ডেকেছিলেন শাস্ত্রী। কিন্তু তখন কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তাই হাত নেড়ে বিরাট বুঝিয়ে দেন, তাঁর আর বলার কিছু নেই।
কারণ তাঁর পরিণতি যে শচীন তেণ্ডুলকরের মতো হল। ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে হেরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। যদিও সেবার মাস্টার ব্লাস্টার ১১ ম্যাচে সর্বাধিক ৬৭৩ রান করেছিলেন। হয়েছিলেন ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’। কিন্তু কাপ হাতে তোলার স্বাদ পাননি। এবার বিরাটের ক্ষেত্রেও সেটাই হল। ১১ ম্যাচে সর্বাধিক ৭৬৫ রান করে সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেও, বিরাটের বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল।