সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আবেগের ফুটন্ত কড়াই। দুই দেশের ক্রিকেট দ্বৈরথ নিয়ে রয়েছে দারুণ সব ইতিহাস। ইদানীং কালে ভারত-পাক ক্রিকেটযুদ্ধ মানেই ভারত খুব সহজেই ম্যাচ জিতছে। দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের মতে, ভারতের এই জয় কিন্তু উপমহাদেশের ক্রিকেটের জন্য মোটেও ভালো লক্ষ্ণণ নয়।
আহমেদাবাদে দাপট দেখিয়ে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ওই ম্যাচে হারের পর থেকেই পাকিস্তানে সমালোচনা শুরু হয়ে গিয়েছে বাবর আজমদের। একটি ক্রীড়া বিষয়ক চ্যানেলে গম্ভীরকে বলতে শোনা গিয়েছে, ”অতীতে পাকিস্তানের কাছে হার মানত ভারত। দীর্ঘ সময় ধরে এমনটাই চলে এসেছে। কিন্তু গত কয়েক বছর ধরে ভারতই প্রাধান্য দেখিয়ে এসেছে। এটা উপমহাদেশের ক্রিকেটের জন্য মোটেও ভালো বিজ্ঞাপন নয়।”
[আরও পড়ুন: ভরা স্টেডিয়ামে বিরাটকে ‘আই লাভ ইউ’ বলে প্রোপজ করে দিলেন অরিজিৎ! দেখুন ভাইরাল ভিডিও]
আহমেদাবাদের ভারত-পাক ম্যাচের আগেও দুদেশের ক্রিকেট ভক্তরা বলেছিলেন, ম্যাচটা যেন উপভোগ্য হয়। খুব ভাল ম্যাচ যেন হয়। গম্ভীর বলছেন, ”আমরা বলে থাকি, ভারত-পাক সিরিজ হলে তা যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। কিন্তু এখন আর ভারত-পাক সিরিজ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না। কারণ দুটো দলের মধ্যে এখন বিস্তর পার্থক্য।”