shono
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023: ‘শামি-বুমরাহ-সিরাজ ভয়ংকর, ওঁদের খেলা অসম্ভব!’ অকপটে জানালেন অ্যাডাম গিলক্রিস্ট

বিপক্ষের ব্যাটারদের ভয় দেখাচ্ছেন ভারতের তিন জোরে বোলার।
Posted: 03:56 PM Nov 09, 2023Updated: 05:45 PM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শুধু দুরন্ত উইকেটকিপার হিসাবেই পরিচিত ছিলেন না। বিস্ফোরক ব্যাটার হিসাবে তিনি বিপক্ষ দলের বোলারদের রাতের ঘুম কেড়ে নিতেন। ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনিস (Waqar Yunis), শোয়েব আখতার (Shoaib Akhtar)। কিংবা মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan), জেমস অ্যান্ডারসন (James Anderson), ডেল স্টেইন (Dale Steyn)। তৎকালীন সময় বিশ্বের এহেন নামজাদা বোলাররাও তাঁর মারমুখী মেজাজের কাছ থেকে রেহাই পাননি। তবে এহেন অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) এবার অকপটে জানিয়ে দিলেন যে মহম্মদ শামি (Mohammed Shami)-জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) মোকাবিলা করা একেবারেই অসম্ভব। কারণ শুধু গনগনে পেস নয়। চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (ICC ODI World Cup 2023) তিন জোরে বোলার উইকেটের দুই দিকে সমানভাবে সুইং করানোর পাশাপাশি সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে বিপক্ষের ব্যাটিং লাইনআপকে বুঝে নিচ্ছেন।

Advertisement

ভারতের তিন জোরে বোলারের প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেন, “দিন কিংবা রাত, এবারের বিশ্বকাপে ভারতের জোরে বোলিং একেবারে অপ্রতিরোধ্য। ওদের বোলিং দেখলে মনে হচ্ছে প্রতিপক্ষের ব্যাটাররা এই তিন বোলারের ভয়ে কাঁপছে। কীভাবে তিনজনকে খেলতে হবে সেই রাস্তা এখনও কেউ বের করতে পারেনি। কারণ শামি, বুমরাহ ও সিরাজ ভয়ংকর।”

[আরও পড়ুন: গ্যালারিতে বসে বিরাট-রোহিতদের নকআউটের লড়াই দেখতে চান? পুরো আপডেট জেনে নিন]

তিন জোরে বোলারের সঙ্গে ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এমন ম্যাচ উইনার স্পিনারদের নিয়ে গিলক্রিস্টের ব্যাখ্যা, “তিনজন জোরে বোলারের কাছ থেকে রেহাই পাওয়ার উপায় নেই। তাদের পর বল চলে যায় জাদেজা ও কুলদীপের হাতে। ভারতের পিচে দুজন কতবড় ম্যাচ উইনার, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। এছাড়া সাজঘরে বসে আছে অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনার। এই ভারত কোনও ভুল না করলে, বিশ্বকাপ জিতবেই।”

তিন জোরে বোলারের সঙ্গে দুই স্পিনার কতটা সফল, সেটা পরিসংখ্যান দেখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে। মাত্র ৪ ম্যাচেই শামি নিয়ে ফেলেছেন ১৬ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন ‘সহেসপুর এক্সপ্রেস’। বুমরাহ এখনও পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। ৩৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা পারফরম্যান্স আফগানিস্তানের বিরুদ্ধে। গত কয়েক ম্যাচে ছন্দ না খুঁজে পেলেও, সিরাজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ফর্মে ফিরেছেন। নিয়েছেন ৮ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে ১০ উইকেট। সেরা পারফরম্যান্স শ্রীলঙ্কার বিরুদ্ধেই। সেই ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ফর্মে রয়েছে জাদেজাও। ৮ ম্যাচে তাঁর দখলে এসেছে ১৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিয়েছিলেন ৩৩ রানে ৫ উইকেট। পিছিয়ে নেই কুলদীপ। ৮ ম্যাচে তাঁর মোট উইকেট ১২। সেরা পারফরম্যান্স প্রোটিয়াদের বিরুদ্ধে। গত ম্যাচে মাত্র ৭ রানে ২ উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার। আর তাই ভারতের বোলিং বিভাগকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন গিলক্রিস্ট। 

[আরও পড়ুন: ‘প্রোমোশন-রেলিগেশন চালু হলে আইপিএলের আকর্ষণ আরও বাড়বে’, মত ললিত মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement