সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ থেকে বিদায় নিতেই কুশল মেন্ডিস-অ্যাঞ্জেলো ম্যাথিউজদের শ্রীলঙ্কাকে নির্বাসিত করে দিল আইসিসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পরিচালনায় সেই দেশের সরকার হস্তক্ষেপ করেছে। সেইজন্য ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করা হয়েছে। এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এই ঘোষণার ফলে ব্যাপক চাপে পড়ল শ্রীলঙ্কা। নির্বাসন না উঠলে আইসিসি-র আর কোনও প্রতিযোগিতায় দেখা যাবে না শ্রীলঙ্কাকে।
এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইসিসি জানিয়েছে, ‘সদস্যদেশ হিসাবে শ্রীলঙ্কা ক্রিকেট গুরুতর নিয়ম ভেঙেছে। আইসিসি-র সদস্য হিসাবে তাদের স্বাধীন সংস্থা হিসাবে কাজ করার কথা। কোনও সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সেই নিয়ম মানা হয়নি। তাই শ্রীলঙ্কাকে নির্বাসিত করা হল।’ আগামী ২১ নভেম্বর আবার আইসিসি-র বৈঠক রয়েছে। তখন আবার এই ইস্যু নিয়ে আলোচনা হবে।
কাপ যুদ্ধের শেষ ম্যাচ খেলতে নামার আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছিলেন সেই দেশের ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে। যদিও ছাঁটাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের ক্ষমতায় ফিরেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই দেশের আদালত জানিয়ে দিয়েছিল, আপাতত দুসপ্তাহের জন্য বোর্ডের দায়িত্ব থাকবে বরখাস্ত হওয়া আধিকারিকদের হাতেই। তার পর এই মামলা নিয়ে শুনানি হবে আদালতে। ততদিন পর্যন্ত বোর্ডের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন প্রাক্তন কর্তারাই। প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ক্রিকেট বোর্ডের সমস্ত কর্তাকে বরখাস্ত করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে। যদিও আইসিসি সরকারের হস্তক্ষেপ মেনে নিতে পারেনি।
[আরও পড়ুন: ‘ভারত থেকে অনেক ভালোবাসা-সমর্থন পেয়েছি’, মুগ্ধতা নিয়ে লাহোরে ফিরবেন বাবর]
জানা গিয়েছিল ক্রীড়ামন্ত্রীর নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। তাঁর আবেদনের ফলেই ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় শ্রীলঙ্কার কোর্ট অফ অ্যাপিল। জানিয়ে দেওয়া, ক্রীড়ামন্ত্রীর তৈরি করা কমিটি এখনই শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব সামলাবে না। পুরনো কর্তাদের হাতেই বোর্ড পরিচালনার ভার দিয়েছে আদালত। সেই সময় ১৪ দিনের জন্য এই নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছিল আদালত। এর পর আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হওয়ার কথা ছিল। তবে এর আগেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নির্বাসন করা হল।
মাত্র ৫৫ রানে অলআউট হয়ে চলতি বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারে শ্রীলঙ্কা। এমন লজ্জার হারের পরই দ্বীপরাষ্ট্র জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। দেশের ক্রীড়ামন্ত্রী দেশজ ক্রিকেট বোর্ডের সমস্ত সদস্যদের পদত্যাগ করার নিদান দিয়েছিলেন। তার পরে নিজেই বোর্ড সদস্যদের ছাঁটাই করে দেন। আর এবার আইসিসি চরম সিদ্ধান্ত নিল।
বিশ্বকাপের আগে থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছিল। তার পরেও বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই কমিটিকে দায়িত্বে রেখে দেওয়া হয়। কিন্তু ভারতের বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ হিন ক্রীড়ামন্ত্রী। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গাকে বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করেন ক্রীড়ামন্ত্রী। নতুন সাত সদস্যের কমিটি তৈরি করা হয়। সেখানে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন। তবে আপাতত কোনও কাজ করতে পারবে না এই কমিটি। কারণ আইসিসি সরকারের এই হস্তক্ষেপ মেনে নিতে পারছে না।