shono
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023: রোহিতের ভুল খুঁজে পেয়েছেন সানি, দিলেন পরামর্শ

অজিদের বিরুদ্ধে ব্যর্থ হন রোহিত।
Posted: 12:56 PM Oct 10, 2023Updated: 04:01 PM Oct 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার ভারতের সামনে আফগানিস্তান। হিটম্যানকে নিয়ে সংশয়, প্রশ্ন। ভারতকে মজবুত জায়গায় দাঁড় করাতে হলে রোহতিকে শুরুটা ভালো করতে হবে।

Advertisement

ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, রোহিত কি চার বছর আগের বিশ্বকাপের পুনরাবৃত্তি করতে পারবেন? ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে রোহিত শর্মা দুরন্ত ছন্দে ছিলেন। গাভাসকর বলছেন, ”ভারত অধিনায়ক পাঁচটি সেঞ্চুরি করেছিল ২০১৯ সালে। হাফ সেঞ্চুরিও করেছিল। এবার হয়তো রোহিতের শেষ বিশ্বকাপ। প্রথম ম্যাচে শূন্য রান করেছে। ফুটওয়ার্ক মন্থর ছিল। সেই কারণেই ইনকামিং ডেলিভারিতে ওর সমস্যা হচ্ছে। ২০১৯ সালের ফর্ম যদি ফিরে পায়, তাহলে ভালো শুরু করতে পারবে ভারত।”

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পরে আফগানিস্তান, ঘরে ফেরার আগে নিজের অস্বস্তির কথা শোনালেন বিরাট]

আফগানিস্তান প্রথম ম্যাচে হার মেনেছে বাংলাদেশের কাছে। ফলে চাপে রশিদ খানরা। গাভাসকর বলছেন, ”এরা বিশ্বক্রিকেটের তথাকথিত লিলিপুট। আফগানিস্তান ও নেদারল্যান্ডস হার দিয়ে শুরু করেছে বিশ্বকাপ। শ্রীলঙ্কাও তাই। ফলে প্রতিটি দলকে অনেকগুলো ম্যাচ খেলতে হবে। ফলে দীর্ঘ টুর্নামেন্ট পড়ে রয়েছে। এই কারণেই বিশ্বকাপ এতটা উত্তেজক।”

[আরও পড়ুন: ICC World Cup 2023: ১ বলে ১৩ রান! অসম্ভবকে সম্ভব করলেন স্যান্টনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement