shono
Advertisement

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায় বিরাট শাস্তি, দু’বছর ‘নজরবন্দি’ হরমনপ্রীত

শনিবার ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ভারত অধিনায়ক।
Posted: 02:41 PM Jul 23, 2023Updated: 02:41 PM Jul 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মেজাজ হারিয়েছিলেন তিনি। যার জেরে এবার বড়সড় শাস্তির মুখে পড়তে হল ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। ম্যাচ ফি কাটার পাশাপাশি আইসিসি (ICC) তাঁর দিকে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন হরমন (Harmanpreet Kaur)। এমনকী মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশ দল এবং দর্শকদের উদ্দেশেও অঙ্গভঙ্গি করেন তিনি। ম্যাচের পরও আম্পায়ারিং নিয়ে সরব হন তিনি। সোজা বলে দেন, “পরের বার বাংলাদেশে আসার আগে আম্পায়ারিংয়ের মোকাবিলা করার জন্যে তৈরি থাকতে হবে। সেই মতো আমাদের প্রস্তুত হতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ধর্ষণ আইনের অপব্যবহার করছেন বহু মহিলা, মন্তব্য হাই কোর্টের]

হরমনের সেই আচরণের কড়া সমালচনা হয় ক্রিকেট মহলে। অনেকেই মনে করছেন অহেতুক উত্তেজনা করেছেন ভারত অধিনায়ক। তাঁর আউট নিয়ে বিশেষ বিতর্ক ছিল না বলেও মত অনেকের। পরে সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাও বলে যান, ওই মুহূর্তের উত্তাপে এই আচরণ করে ফেলেছেন হরমন। সে যাই হোক শাস্তি এড়াতে পারলেন না ভারত অধিনায়ক।

[আরও পড়ুন: ‘উঁচু’ জাতের ব্যক্তিকে ছুঁয়ে ফেলার ‘শাস্তি’, দলিত যুবকের গোটা শরীরে মাখানো হল মানুষের মল!]

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত আচরণের জন্য হরমনপ্রীতকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। আগামী দু’বছর তাঁকে থাকতে হবে আইসিসির (ICC) নজরদারিতে। এই সময়ের মধ্যে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই হরমনপ্রীত একটি টেস্ট ম্যাচ অথবা দু’টি সীমিত ওভারের ম্যাচে নির্বাসিত হবেন। তবে স্বস্তি এটাই যে এখনই নিষেধাজ্ঞা জারি হয়নি ভারত অধিনায়কের উপর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement