shono
Advertisement

বিশ্বকাপ ফাইনালে হারলেও বিশ্বসেরা ভারতীয়রাই, বলছে আইসিসি ক্রমতালিকা

ফের বিশ্বের এক নম্বর ব্যাটার হওয়ার দিকে এগচ্ছেন বিরাট কোহলি।
Posted: 04:05 PM Nov 22, 2023Updated: 04:05 PM Nov 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে হারের স্বপ্নভঙ্গের মধ্যে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুসংবাদ। অন্তত আইসিসি ক্রমতালিকার হিসাবে বিশ্বসেরা ভারতীয়রাই। আইসিসি (ICC) ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে প্রথম চারজনের মধ্যে ৩ জনই ভারতীয়। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন চার ভারতীয়।

Advertisement

ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানের দিকে দ্রুত এগোচ্ছেন বিরাট কোহলি। এই মুহূর্তে বিরাট রয়েছেন তৃতীয় স্থানে। শীর্ষেও অবশ্য রয়েছেন এক ভারতীয়। শুভমান গিল (Subhman Gill)। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন চতুর্থ স্থানে। মজার কথা হল, শীর্ষস্থানে থাকা গিলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা বিরাটের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৩৫। গিলের রেটিং পয়েন্ট ৮২৬, বিরাটের ৭৯১। বাবর আজমের রেটিং পয়েন্ট ৮২৪ এবং রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৭৬৯।

[আরও পড়ুন: পাচারের আগেই পর্দাফাঁস! হাবড়ায় গাড়ির ভিতর থেকে উদ্ধার ৩ কোটি টাকার সোনা]

বিশ্বকাপের শুরুর দিকে বিরাট (Virat Kohli) ছিলেন নবম স্থানে। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসাবেই তৃতীয় স্থানে উঠে পড়লেন কিং কোহলি। বিশ্বকাপে ৭৬৫ রান করেছেন বিরাট। রোহিতও বিশ্বকাপের শুরুতে প্রথম দশের বাইরেই ছিলেন। তিনিও চলে এলেন চতুর্থ স্থানে।

[আরও পড়ুন: কাটছে না জট, ধর্মতলায় শাহী সভার বিরোধিতায় এবার ডিভিশন বেঞ্চে রাজ্য]

বোলারদের ক্রমতালিকাতেও প্রথম দশে রয়েছেন ভারতের চার বোলার। বিশ্বকাপ খুব একটা ভালো না গেলেও ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে মহম্মদ সিরাজ রয়েছেন তৃতীয় স্থানে। জশপ্রীত বুমরাহ উঠে এসেছেন চতুর্থ স্থানে। স্পিনার কুলদীপ যাদব রয়েছেন ষষ্ট স্থানে। বিশ্বকাপে ২৪ উইকেট নেওয়া মহম্মদ শামি উঠে এসেছেন দশম স্থানে। এ তো গেল ক্রিকেটারদের কথা, দল হিসাবেও তিন ফরম্যাটেই এক নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement