shono
Advertisement

ICC T-20 World Cup 2021: রোহিত-রাহুলের ব্যাটিং তাণ্ডব, আফগানিস্তানকে ৬৬ রানে হারাল ভারত

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেলেন বিরাট কোহলিরা।
Posted: 11:13 PM Nov 03, 2021Updated: 11:32 PM Nov 03, 2021

ভারত: ২১০-২ (রোহিত শর্মা ৭৪, লোকেশ রাহুল ৬৯)
আফগানিস্তান: ১৪৪-৭ (মহম্মদ নবি ৩৫, করিম ৪২*)
ভারত ৬৬ রানে জয়ী। 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) প্রথম জয় পেল ভারত। আফগানিস্তানকে ৬৬ রানে হারাল বিরাট কোহলির (Virat Kohli) দল। আগের দুটো ম্যাচের মতো এই ম্যাচেও টস হারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আফগানদের বিরুদ্ধে বল গড়ানোর আগে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বলেছিলেন, টস হারলেই গোটা ভারতীয় দলকে দিশাহারা লাগছে। বুধবার মরুশহরে অবশ্য অন্য ভারতকে (India) দেখা গেল। ব্যাট হাতে তাণ্ডবলীলা চালালেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে ১৪০ রান করেন তাঁরা। রোহিত এবং রাহুলই বড় রানের ভিত গড়ে দেন। রানের পাহাড়ে ভারত পিষে ফেলল আফগানিস্তানকে। 

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান।এবারের মেগা টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করল ভারত। টানা দু’ ম্যাচ হেরে যাওয়ার পরে তৃতীয় ম্যাচে এল জয়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সেমিফাইনালের দরজা প্রায় বন্ধই হয়ে গিয়েছে ভারতের জন্য। এরকম পরিস্থিতিতে বুধবার শুরু থেকেই চলল রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ব্যাট।নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতকে ওপেনিং স্লট থেকে নামিয়ে আনা হয় তিন নম্বরে। তা নিয়ে কম কালি খরচ হয়নি। রোহিতকে ব্যাটিং অর্ডারে নামিয়ে আনার সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।

[আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে শুরু দ্রাবিড় যুগ! বিরাটদের হেডস্যর হিসাবে রাহুলের নাম ঘোষণা বোর্ডের]

আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে অবশ্য রোহিতকে পাঠানো হয় ওপেন করতে। মরুশহর দেখল রোহিতের ব্যাটিং রোশনাই। কিউয়িদের বিরুদ্ধে তাঁকে তিনে পাঠিয়ে যে ভুল করেছিল টিম ম্যানেজমেন্ট, সেটাও প্রমাণ করে দিলেন ‘হিটম্যান’। আফগানিস্তানের মূল শক্তি স্পিন বোলিং। দলে রয়েছেন রশিদ খানের মতো স্পিনার। তাতেও অবশ্য রোহিত ও লোকেশ রাহুলকে দমিয়ে রাখা যায়নি। আফগান বোলারদের শাসন করলেন দুই ভারতীয় ওপেনার। ৩৭ বলে রোহিত পঞ্চাশ করেন। অন্যদিকে ৩৫ বলে অর্ধশতরান করেন লোকেশ রাহুল।যখন মনে হচ্ছে রোহিতের সেঞ্চুরি পাওয়া কেবল সময়ের অপেক্ষা, ঠিক তখনই ‘হিটম্যান’ (৪৭ বলে ৭৪) ধরা পড়লেন মহম্মদ নবির হাতে। ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় সাজানো ছিল রোহিতের ইনিংস। লোকেশ রাহুল করেন ৪৮ বলে ৬৯ রান। রোহিত যখন ডাগ আউটে ফেরেন, তখন ভারতের রান ১৪০। ওপেনিং জুটিতে নজির গড়লেন রাহুল ও রোহিত। ভেঙে দিলেন গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সহবাগের ১৩৬ রানের রেকর্ড। দলের রান যখন ১৪৭, তখন আউট হন রাহুল। এর পরে হার্দিক পাণ্ডিয়া (১৩ বলে ৩৫) ও ঋষভ পন্থ (১৩ বলে ২৭) দ্রুত রান তোলেন। দু’জনে ৬৩ রান জোড়েন। ২০ ওভারে ভারত করে ২১০ রান।

রানের পাহাড় ডিঙনোর চ্যালেঞ্জ আফগানদের সামনে। বিদেশের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলেন আফগান ক্রিকেটাররা। এই ফরম্যাটে রশিদ খানরা খুবই শক্তিশালী। কিন্তু এত রান তাড়া করে ম্যাচ জিততে হলে অসম্ভবকে সম্ভব করতে হত। তার উপরে রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট পড়ে। ২০ ওভারে আফগানিস্তান করে ৭ উইকেটে ১৪৪। মহম্মদ শামি নেন ৩টি উইকেট। প্রথম ম্যাচ খেললেন রবিচন্দ্রন অশ্বিন। ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। 

[আরও পড়ুন: টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও অধিনায়কত্ব খোয়াতে পারেন কোহলি, জল্পনা ক্রিকেট মহলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement