সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার প্রচেষ্ঠার পরেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়াম কার্যত দর্শকশূন্য থেকে গিয়েছে। টিকিট বিলি নিয়ে অস্বচ্ছতা, এমনকী দলীয় রাজনীতির অভিযোগ উঠেছে। যা নিয়ে ভারতীয় ক্রিকেট তো বটেই, রাজনৈতিক মহলেও শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কের আবহে এবার ভারত-পাক ম্যাচের আরও ১৪ হাজার টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড।
শনিবার রাতে বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছে, ভারত-পাক ম্যাচের আরও ১৪ হাজার টিকিট ছাড়া হবে। রবিবার দুপুর ১২টা থেকে অনলাইনে সেই টিকিট কেনা যাবে। আগের নিয়মেই অনলাইনে সেই টিকিট কাটতে হবে। বোর্ডের এই ঘোষণা টিকিট প্রত্যাশী ক্রিকেট ভক্তদের মুখে নিঃসন্দেহে হাসি ফোটাবে। কিন্তু তাতে বিতর্ক কমছে না।
[আরও পড়ুন: ‘গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব’, হুঙ্কার নেতানিয়াহুর! হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি]
আসলে বিশ্বকাপে ভারতের ম্যাচের টিকিটের চাহিদা শুরু থেকেই তুঙ্গে। বিশেষ করে ১৪ অক্টোবর আহমেদাবাদে যে ভারত-পাক মহারণ হওয়ার কথা, সেই ম্যাচের টিকিটের জন্য রীতিমতো হাহাকার চলছে। প্রথম পর্যায়ে দু দফায় বিসিসিআই ওই ম্যাচের টিকিট বিলি করেছে। কিন্তু সেসময়ও ওই টিকিট নিয়ে বিস্তর বিতর্ক হয়। অনেকেই সময়মতো চেষ্টা করেও টিকিট পাননি। এমনকী টিকিট নিয়ে বিসিসিআই দুর্নীতি করছে বলেও তোপ দেগেছেন ক্রিকেট সমর্থকরা।
[আরও পড়ুন: ফিরহাদের পর মদন মিত্রের বাড়িতেও CBI হানা]
প্রশ্ন হল, এতদিন টিকিটের এত হাহাকার ছিল, তাহলে এখন ভারত-পাক ম্যাচের এই ১৪ হাজার টিকিট এল কোথা থেকে? নাকি বিতর্ক ধামাচাপা দিতে স্পনসরদের জন্য যে টিকিট রাখা ছিল, সেগুলিই এখন সমর্থকদের দেওয়া হচ্ছে? সে প্রশ্নও উঠছে।