ইংল্যান্ড: ৩৩৭-৯ (স্টোকস ৮৪, রুট ৬০)
পাকিস্তান: ২৪৪ (আঘা সলমন ৫১, বাবর ৩৮)
ইংল্যান্ড ৯৩ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মইন আলির নিরীহ স্পিন বোলিং। তাতেই মাটিতে গড়াগড়ি খাচ্ছেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। হতোদ্যম পাক উইকেটরক্ষক যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁর নিজের করুণ পরিণতি। পাকিস্তানের গোটা বিশ্বকাপ অভিযান এই একটা ছবিতেই বর্ণনা করে দেওয়া যায়। শুধুই হতাশা আর হতাশা। যে হতাশার শেষটাও হল চরমতম লজ্জার হার দিয়ে। তাও সেই ইংল্যান্ডের কাছে, যে ইংল্যান্ড চলতি বিশ্বকাপে সে অর্থে কিছুই করতে পারেনি।
শনিবাসরীয় ইডেনে বাবররা যখন নামলেন তখনও সেমিফাইনালে যাওয়ার একটা দূরতম সম্ভাবনা ছিল। যদিও সেটা বাস্তবোচিত ছিল না। সেই সম্ভাবনার কথা হয়তো বাবররাও (Babar Azam) ভাবেননি। তাঁরা হয়তো ন্যূনতম জয়টাই চেয়েছিলেন। কিন্তু সেটারও ধারেকাছে পৌঁছাতে পারল না পাক দল। উলটে কিংবদন্তি রকস্টার মিক জ্যাগারের সামনে নিজেদের সেরা ছন্দ হঠাৎই আবিষ্কার করে ফেললেন জো রুটরা। ফল, ৯৩ রানের বিরাট ব্যবধানে জয়।
[আরও পড়ুন: কংগ্রেস, তৃণমূল, আপ ঘুরে একদা রাহুল ঘনিষ্ঠ নেতা এবার বিজেপিতে]
ইডেনের (Eden Gardens) ব্যাটিং সহায়ক উইকেটে এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলে দিল ৯ উইকেটে ৩৩৭ রান। যারা ভারতের বিরুদ্ধে ১৩০ রানে গুটিয়ে গিয়েছিল, তারাই কিনা বিশ্বখ্যাত পাক বোলিং বিভাগকে ধরাশায়ী করে দিল। বেন স্টোকস করলেন ৭৬ বলে ৮৪ রান। ৭২ বলে ৬০ করলেন রুট। বেয়ারস্টোও করলেন ৫৯। পাকিস্তানের শাহিন আফ্রিদি দিলেন ১০ অভারে ৭২। উইকেট, দুই। আর হ্যারিস রউফ দিলেন ৬৪। তিনি অবশ্য তিনটি উইকেট পান।
[আরও পড়ুন: উৎসবের মরশুমে ঘরে ফেরার তাড়া, সুরাটে ট্রেন ধরার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু]
৩৩৮ রানের টার্গেট নিয়ে নেমে বাবররা মরণ-কামড় দেবেন, হয়তো ভেবেছিল কলকাতাবাসী। হয়তো উপভোগ্য ম্যাচের আশায় ছিল ক্রিকেটের নন্দনকানন। কিন্তু শুরুতেই সে গুড়ে বালি ঢেলে দিলেন ইংরেজ বোলাররা। দুই পাক ওপেনার ফিরলেন ১০ রানের মধ্যেই। অধিনায়ক বাবরও চরম হতাশার বিশ্বকাপ শেষ করলেন ব্যর্থতা দিয়েই। এদিন তিনি ফিরলেন ৩৮ রান করে। তার পর একে একে রিজওয়ান (৩৬), ইফতিকার (৩) শাকিল (২৯) সকলেই নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে ফিরলেন। একমাত্র আঘা সলমন (৫১) ছাড়া কারও লড়াইও মনে রাখার মতো নয়। শেষ উইকেটে অবশ্য মহম্মদ ওয়াসিম জুনিয়র আর হ্যারিস রউফ লড়েছিলেন খানিক। তবে ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। পাক ইনিংস শেষ হল ২৪৪ রানে। ইংল্যান্ড জিতল ৯৩ রানের ব্যবধানে। জয়ের ফলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র পেল বাটলার বাহিনী।