shono
Advertisement

ICC World Cup 2023: ‘ক্রিকেট বুঝি না, শামি টাকা কামালে আমার ভবিষ্যৎ সুরক্ষিত’, বলছেন হাসিন

শামির পারফরম্যান্স নিয়ে কী মত হাসিনের?
Posted: 09:23 PM Nov 08, 2023Updated: 02:39 PM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালো খেললে দলে সুযোগ পাবে। তাহলে আরও বেশি টাকা কামাবে, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। ক্রিকেট নিয়ে কোনও মাথাব্যথা নেই। চলতি বিশ্বকাপে মহম্মদ শামির (Mohammed Shami) দুরন্ত পারফরম্যান্স নিয়ে এই কথাই বললেন তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তিক্ততা চলছে শামি-হাসিনের সম্পর্কে। স্বামীর বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য হিংসার মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন হাসিন।

Advertisement

চলতি বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথমদিকে ভারতীয় দলে সুযোগ পাননি শামি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার মাঠে নেমেই তুলে নেন পাঁচ উইকেট। তার পর থেকে প্রত্যেক ম্যাচেই সফল হয়েছেন বাংলার পেসার। আপাতত ১৪টি উইকেট রয়েছে তাঁর খাতায়। শামির আগুনে পারফরম্যান্সে মুগ্ধ সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞরা। তার পরেই একটি সাক্ষাৎকারে শামির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয় তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে।

[আরও পড়ুন: ‘শুধু তোমার পক্ষেই সম্ভব’, ম্যাড-ম্যাক্স ঝড় দেখে মুগ্ধ কোহলি]

প্রশ্নের উত্তরে হাসিন সাফ জানিয়ে দেন, “আমি ক্রিকেট দেখি না, তাই ক্রিকেটারদের ভক্তও নই। উইকেট নিল না অন্য কিছু করল সেগুলো আমার বোঝার উর্ধ্বে। আমি কিছুই জানি না।” তবে ক্রিকেট না বুঝলেও শামির পারফরম্যান্স নিয়ে অন্যরকম মন্তব্য করেন হাসিন। তিনি বলেন, “যাই হোক, ভালো পারফর্ম করছে। ভালো খেললে দলে টিকে থাকবে। বেশি টাকা কামালে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।”

প্রসঙ্গত, হাসিনের মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল শামির বিরুদ্ধে। ২০১৮ সালে বধূ নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সেই মামলায় শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। পরবর্তী কালে আলিপুর দায়রা আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ দিয়েছিল। বিশ্বকাপের আগে সেই রায় বহাল রাখে কলকাতা হাই কোর্টও।

[আরও পড়ুন: আফগানিস্তানের সাজঘরে নাচ মেন্টর জাদেজার, আম্পায়ারের কাছে অভিযোগ লাবুশানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement