সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা। এই বিপুল টাকাতেই শ্রেয়স আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। কেকেআরের আইপিএল জেতানো অধিনায়ককে যে দলের নেতৃত্ব তুলে দেওয়ার জন্যই গাঁট থেকে এত কড়ি খসিয়েছে পাঞ্জাব কিংস, সে কথা বলে দেওয়াই যায়। কিন্তু মজার কথা হল, শ্রেয়সের সঙ্গে নিলামের (IPL Auction 2025) আগে এই নিয়ে কোনও আলোচনাই হয়নি পাঞ্জাব ম্যানেজমেন্টের। কোচ পন্টিং বলছেন, নিলামের আগে শ্রেয়সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শ্রেয়স ফোনই তোলেননি।
পন্থের (Rishabh Pant) জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে পারে পাঞ্জাব, এমনটাই মনে করা হচ্ছিল নিলামের আগে। কিন্তু নিলাম টেবিলে দেখা গেল পাঞ্জাব পন্থের জন্য গেল না। বরং মরিয়া হয়ে রিকি পন্টিংরা ঝাঁপালেন শ্রেয়সের জন্য। অন্যদিকে শ্রেয়সকে যে দিল্লি টার্গেট করবে সেটা জানাই ছিল। ফলে চরম দরাদরি হল। শ্রেয়সের দর উঠে গেল ২৬.৭৫ কোটি টাকা। কিন্তু পন্টিংরা দমতে রাজি হননি। শ্রেয়সকে শেষ পর্যন্ত কিনেই ছেড়েছেন।
অথচ, সেই শ্রেয়স পন্টিংয়ের ফোনই ধরেননি নিলামের আগে। রসিকতার সুরেই পাঞ্জাব কিংস কোচ বলছিলেন, "অধিনায়কত্ব নিয়ে শ্রেয়সের সঙ্গে কোনও কথাই হয়নি। নিলামের আগে ওকে ফোন করেছিলাম। সেই ফোন ও ধরেনি।" তবে একই সঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, " শ্রেয়স আইপিএলে সফল অধিনায়ক। ও অধিনায়কত্বও করতে পারবে। ওর সঙ্গে আবার কাজ করতে পেরে আমি উত্তেজিত।" পন্থের জন্য কেন বিড করেননি? পন্টিংয়ের জবাব, আসলে শ্রেয়সের জন্য এত টাকা খরচ হয়ে গিয়েছিল। তাই পন্থের জন্য যাওয়ার উপায় ছিল না।
পাঞ্জাব কিংসে যোগ দিতে পেরে উত্তেজিত প্রাক্তন নাইট অধিনায়ক নিজেও। তিনি বলছিলেন, "পাঞ্জাব কিংসে যোগ দিয়ে আমি আপ্লুত। মরশুম শুরু হওয়ার জন্য আর তর সইছে না। সামনের দিকে তাকিয়ে রয়েছি।"