shono
Advertisement

ICC World Cup 2023: ৭০৪ রানের ম্যাচে ৭ উইকেট শামির, ‘সুযোগের অপেক্ষায় থাকি’, বললেন ম্যাচের সেরা পেসার

বিশ্বকাপে ভারতীয় হিসাবে সেরা বোলিং শামির।
Posted: 10:53 PM Nov 15, 2023Updated: 10:29 AM Nov 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামি (Mohammad Shami)। চার বছর আগে হারের বদলা নিয়ে ভারতকে ফাইনালে পৌঁছে দেওয়ার প্রধান কারিগর। বুধবারের ওয়াংখেড়েতে  নিউজিল্যান্ডের (India vs New Zealand) স্বপ্ন ভেঙে দিল তাঁর আগুনে পেসই। সঙ্গে জোড়া রেকর্ডের মালিক হলেন তারকা পেসার। বিশ্বকাপের (ICC World Cup 2023) ইতিহাসে ভারতীয় হিসাবে সেরা বোলিং পারফরম্যান্স। বিশ্বকাপে সবচেয়ে বেশিবার এক ম্যাচে পাঁচ উইকেট তুলে নেওয়ার নজির। এদিন দুই দল মিলিয়ে ৭০৪ রান তুলেছে। সেই ম্যাচে ৭ উইকেট গেল বঙ্গ পেসারের ঝুলিতে।  

Advertisement

২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরেই ভারতের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙেছিল। ম্যাঞ্চেস্টারের সেই ম্যাচের বদলা হবে মুম্বইতে, সেটাই আশা করেছিলেন ভারতীয় দলের সমর্থকরা। তাঁদের সেই স্বপ্নপূরণের কারিগর হয়ে উদয় হলেন মহম্মদ শামি। বিশ্বকাপের প্রথম কয়েকটা ম্যাচে যাঁকে দলে রাখার যোগ্য বলেই মনে করা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেন, তুলে নেন পাঁচ উইকেট। সেমিফাইনালে সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ফের পাঁচ উইকেটের গণ্ডি পেরলেন। ম্যাচে মোট সাত শিকার শামির।   

[আরও পড়ুন: World Cup 2023: ম্যাঞ্চেস্টারের বদলা মুম্বইয়ে, ধোনির কান্না জুড়োল রোহিতের হাসিতে]

কিউয়িদের বিরুদ্ধে সাত উইকেট নিয়ে বিশ্বকাপের চার নজিরের মালিক হলেন শামি। ভারতীয় হিসাবে বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট। ভারতীয় হিসাবে সেরা বোলিং পারফরম্যান্স। বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়া একমাত্র ভারতীয়। দ্রুততম বোলার হিসাবে বিশ্বকাপে ৫০ উইকেট। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার এক ম্যাচে পাঁচ উইকেট।  চারটি ম্যাচে পাঁচ উইকেট তুলেছেন শামি, তার মধ্যে চলতি বিশ্বকাপেই তিনবার। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকাতেও উপরের দিকে উঠে এলেন।  

তবে ম্যাচের শেষে শামির মুখে শোনা গেল সেই সুযোগ পাওয়ার কথাই। সাত উইকেট পেয়ে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তারকা পেসার বললেন, “সেভাবে সীমিত ওভারে খেলিনি, সুযোগের অপেক্ষা করছিলাম। তবে আজ অনেক বেশি রান উঠেছিল। তার মধ্যেও ভালো পারফর্ম করতে পেরে অভিভূত।” 

[আরও পড়ুন: গুরুর সামনে নতজানু, স্ত্রীকে ফ্লায়িং কিস, একটাই তো হৃদয় কোহলি, আর কতবার জিতে নেবেন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement