shono
Advertisement

Breaking News

ICC World Cup 2023: ওয়ানডেতে একবছরে সবচেয়ে বেশি ছক্কা, ডি’ভিলিয়ার্সকে টপকে নজির রোহিতের

২০২৩ সালে এখনও পর্যন্ত ৫৯টি ছক্কা মেরেছেন রোহিত।
Posted: 02:32 PM Nov 12, 2023Updated: 06:18 PM Nov 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছরে সবচেয়ে বেশি ছক্কা! অনন্য নজির গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৩ সালে ওয়ানডেতে ৫৯টি ছক্কা মেরেছেন হিটম্যান। ক্রিকেট ইতিহাসে এর আগে কোনও ব্যাটার একবছরে এতগুলো ছক্কা মারতে পারেননি। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে নয়া নজির গড়েন ভারত অধিনায়ক। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল এবি ডি’ভিলিয়ার্সের। এদিন সেই রেকর্ড ভাঙলেন রোহিত। 

Advertisement

চলতি বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরু থেকেই মারকুটে মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে রোহিতকে। রবিবার ডাচদের বিরুদ্ধে টসে জিতে সেভাবেই আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান হিটম্যান। তবে প্রথমদিকে বেশ কয়েকটি চার মারলেও, রোহিতের ব্যাট থেকে ছক্কার দেখা মেলেনি। 

[আরও পড়ুন: ‘আর ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন?’ বড় মন্তব্য করে দিলেন বেন স্টোকস]

অবশেষে ইনিংসের সপ্তম ওভারে এল নজির গড়ার মুহূর্ত। কলিন অ্যাকারমানের বল সটান গ্যালারির মধ্যে পাঠিয়ে দিলেন হিটম্যান। চলতি বছরে তাঁর নামের পাশে লেখা হল ৫৯টি ছক্কা। বিশ্বক্রিকেটে এই প্রথমবার এক বছরে ওয়ানডে ক্রিকেটে এতগুলো ছয় মারলেন কোনও ব্যাটার। এই তালিকায় রোহিতের পরেই রয়েছেন এবি। ৫৬টি ছক্কা মেরে তৃতীয় স্থানে ক্রিস গেইল। অন্যদিকে, বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার সময়ে সবচেয়ে বেশি রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই রেকর্ডও টপকে গেলেন হিটম্যান। 

বিশ্বকাপ চলাকালীনই প্রথম ভারতীয় হিসাবে একবছরে ৫০টি ছক্কা মারার রেকর্ড গড়েন রোহিত। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গেল তাঁর দখলে। চলতি বছরে আরও বেশি ছক্কা হাঁকিয়ে নিজের রেকর্ড আরও উন্নত করবেন ভারত অধিনায়ক, এমনটাই আশা ক্রিকেটপ্রেমীদের। অন্যদিকে, রোহিতের পাশাপাশি দুরন্ত ব্যাটিং করেন শুভমান গিলও। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করলেন ভারতীয় ওপেনার। 

[আরও পড়ুন: বিশ্বকাপে ভরাডুবির জের, বাবরদের মাথায় বসতে পারেন ওয়াকার-আফ্রিদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement