shono
Advertisement

ICC World Cup 2023: তারুণ্যে ভরপুর দল নিয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কা, চমক দেবে লঙ্কা ব্রিগেড?

চোটের জন্য বিশ্বকাপে নেই শ্রীলঙ্কার সেরা দুই বোলার।
Posted: 07:10 PM Oct 05, 2023Updated: 07:10 PM Oct 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৬ সালের পর আর বিশ্বকাপ (ICC World Cup) পায়নি শ্রীলঙ্কা। পরপর দুবার ফাইনালে উঠেও হার মানতে হয়েছে লঙ্কা ব্রিগেডকে। ২০১৪ সালের পর থেকে কোনও আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বেও পৌঁছতে পারেনি শ্রীলঙ্কা। তবে ২০২৩ সালে নয়া উদ্যমে ক্রিকেট বিশ্বকাপে (ICC World Cup 2023) নামতে চলেছে দাসুন শনাকার দল। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে দুরমুশ হলেও বেশ ভালো দল নিয়েই মেগা টুর্নামেন্টের লড়াইয়ে নামবে দ্বীপরাষ্ট্র। ভারতের মাটিতে নিজের দেশের মতোই মানানাসই পরিবেশ ও পিচ পেতে পারেন লঙ্কা ক্রিকেটাররা। দলে চোটের সমস্যা থাকলেও বেশ ভালো ছন্দে রয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। বিশ্বকাপে তাদের থেকে ভালো ফলাফল আশা করা যেতেই পারে।

Advertisement

প্রথমেই নজর রাখা যাক শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডের দিকে: দাসুন শনাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশলম পেরেরা, পাথুম নিশঙ্কা, লাহিরু কুমারা, দিমুথ করুণারত্নে, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, মহেশ ঠিকশানা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, দিলশান মধুশঙ্কা, দুশান হেমন্ত।

শক্তি: স্পিন বিভাগই শ্রীলঙ্কার সবচেয়ে বড় অস্ত্র। বেশ ভালো ফর্মে রয়েছেন ঠিকশানারা। ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে চমক দিয়েছেন ওয়েলালাগে। চোট পেয়ে ছিটকে যাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গার অভাব অনেকটাই ঢেকে দিয়েছেন তিনি। ভারতে স্পিন সহায়ক উইকেটেও লঙ্কা স্পিনাররা কার্যকরী হবেন বলেই আশা করা যায়। এছাড়াও দলে রয়েছেন আসালঙ্কা, কুশল মেন্ডিসের মতো নির্ভরযোগ্য ব্যাটাররা। অলরাউন্ডার ধনঞ্জয়ও বিশ্বকাপে ভালো খেলবেন বলেই অনুমান। 

[আরও পড়ুন: একই দিনে তিন সোনা, এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরির দোরগোড়ায় ভারত]

দুর্বলতা: দলের ব্যাটিং বিভাগ বেশ নড়বড়ে। দু-তিন জন রান করতে না পারলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কা ব্যটিং লাইন আপ। পেসারের অভাবও শ্রীলঙ্কাকে ভোগাতে পারে। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন লঙ্কা বোলিংয়ের দুই স্তম্ভ হাসারাঙ্গা ও দুষ্মন্ত চামিরা। এছাড়াও শ্রীলঙ্কা দলের প্রায় সকলেই প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছেন। অভিজ্ঞতা না থাকায় সমস্যা বাড়তে পারে দলের।

এক্স ফ্যাক্টর: দুনিথ ওয়েলালাগে। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। অনূর্ধ্ব ১৯ পর্যায় থেকেই ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলতে পারেন। মাত্র ২০ বছর বয়স হলেও বিপক্ষকে চমকে দিতে পারেন এই তরুণ তুর্কি। এছাড়াও ব্যাট হাতে টুর্নামেন্ট মাতাতে পারেন আসালঙ্কাও।

সম্ভাব্য প্রথম একাদশ: দাসুন শনাকা, কুশল পেরেরা, পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রমা, চরিত আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ ঠিকশানা, দিলশান মধুশঙ্কা, মাথিশা পাথিরানা।

সম্ভাবনা: একেবারে অনভিজ্ঞ দল হিসাবে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে পারে শ্রীলঙ্কা। সদ্যসমাপ্ত এশিয়া কাপে ক্লোজ ম্যাচে চাপের মুখ থেকে ম্যাচ জিতেছে লঙ্কা ব্রিগেড। বিশ্বকাপেও একই ঘটনা দেখা যেতে পারে। তবে কাপ জয়ের ফেভারিট হিসাবে দ্বীপরাষ্ট্রের উপর সেভাবে বাজি ধরা যাচ্ছে না।

[আরও পড়ুন: ‘বিরিয়ানি কেমন ছিল?’, প্রশ্ন শুনেই শাস্ত্রীর দিকে ‘বুলেট’ চালিয়ে দিলেন বাবর আজম! দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement