সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডেতে ৪৯ তম শতরান। কিংবদন্তি শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁয়ে ফেলা। নিজের ৩৫তম জন্মদিনে একই সঙ্গে দুই নজির গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে বিশ্বকাপে নিজের জন্মদিনে তাঁর ব্যাট থেকে এল দুরন্ত শতরান। তৃতীয় ভারতীয় হিসাবে নিজের জন্মদিনে শতরান হাঁকালেন কিং কোহলি। প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি।
চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৪৮ তম সেঞ্চুরির পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে আশার পারদ চড়তে থাকে- ৪৯তম সেঞ্চুরি করে শচীনকে ছোঁবেন কোহলি। বিশ্বকাপেই দুবার এই নজির গড়ার খুব কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু লক্ষ্যপূরণ হয়নি কোহলির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৮ রান করেই থেমে যায় বিরাট ইনিংস।
[আরও পড়ুন: কোহলির সেঞ্চুরিতে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার, একেবারে অন্যরকমভাবে জানালেন শুভেচ্ছা]
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার নিজের জন্মদিনে সেঞ্চুরির মালিক হলেন কোনও ব্যাটার। এর আগে শচীন তেণ্ডুলকর ও বিনোদ কাম্বলি- দুজনেই জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন। ১৯৯৮ সালে নিজের ২৫তম জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন শচীন। বিরাট এই প্রথমবার নিজের জন্মদিনে ওয়ানডে সেঞ্চুরি হাঁকালেন। আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ব্যাটার হিসাবে জন্মদিনে সেঞ্চুরির মালিক হলেন বিরাট।