shono
Advertisement

ICC World Cup 2023: জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফ্ট, তৃতীয় ভারতীয় হিসেবে অনন্য নজির কোহলির

৪৯তম ওয়ানডে সেঞ্চুরির মালিক বিরাট।
Posted: 07:22 PM Nov 05, 2023Updated: 07:26 PM Nov 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডেতে ৪৯ তম শতরান। কিংবদন্তি শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁয়ে ফেলা। নিজের ৩৫তম জন্মদিনে একই সঙ্গে দুই নজির গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে বিশ্বকাপে নিজের জন্মদিনে তাঁর ব্যাট থেকে এল দুরন্ত শতরান। তৃতীয় ভারতীয় হিসাবে নিজের জন্মদিনে শতরান হাঁকালেন কিং কোহলি। প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি।

Advertisement

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৪৮ তম সেঞ্চুরির পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে আশার পারদ চড়তে থাকে- ৪৯তম সেঞ্চুরি করে শচীনকে ছোঁবেন কোহলি। বিশ্বকাপেই দুবার এই নজির গড়ার খুব কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু লক্ষ্যপূরণ হয়নি কোহলির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৮ রান করেই থেমে যায় বিরাট ইনিংস।

[আরও পড়ুন: কোহলির সেঞ্চুরিতে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার, একেবারে অন্যরকমভাবে জানালেন শুভেচ্ছা]

জন্মদিনে ক্রিকেটের নন্দনকানন অবশ্য হতাশ করেনি কিংকে। রোহিত শর্মা ও শুভমান গিল আউট হওয়ার পরে ইনিংসের হাল ধরেন বিরাট। ১০ বাউন্ডারি মারার পরে আসে সেই কাঙ্খিত ৪৯তম সেঞ্চুরি। শচীনের সঙ্গে একাসনে বসে পড়লেন বিরাট। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় এখন সকলের উপরে জ্বলজ্বল করছে- বিরাট কোহলি। মাত্র ২৭৭ ইনিংস খেলেই বিরাট ৪৯টি শতরানের মালিক।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার নিজের জন্মদিনে সেঞ্চুরির মালিক হলেন কোনও ব্যাটার। এর আগে শচীন তেণ্ডুলকর ও বিনোদ কাম্বলি- দুজনেই জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন। ১৯৯৮ সালে নিজের ২৫তম জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন শচীন। বিরাট এই প্রথমবার নিজের জন্মদিনে ওয়ানডে সেঞ্চুরি হাঁকালেন। আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ব্যাটার হিসাবে জন্মদিনে সেঞ্চুরির মালিক হলেন বিরাট।

[আরও পড়ুন: শচীনকে ছুঁয়ে ৪৯তম শতরান, কাকে ধন্যবাদ জানালেন বিরাট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement