সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডেতে ৪৯তম সেঞ্চুরি হাঁকিয়েছেন। সর্বকালের সেরা রেকর্ড গড়েছেন। তার পরেও বিরাট কোহলি (Virat Kohli) একেবারে মাটির মানুষ। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ হয়েও সাধারণ যাত্রীদের মতো বিমানের ইকোনমিক ক্লাসে চেপে বসলেন। বিশ্বকাপে (ICC World Cup 2023) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে বেঙ্গালুরু (Bengaluru) পৌঁছতেই বিমানযাত্রা। ক্রিকেটার বিরাটের পাশাপাশি মানুষ বিরাটের আচরণেও মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। বিরাটের বিমানযাত্রার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
রবিবার কলকাতায় ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন কিং কোহলি। কঠিন পিচে ১০১ রানের অপরাজিত ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। ইডেনের মাঠেই শচীন তেণ্ডুলকরের ওয়ানডে শতরানের নজিরও ছুঁয়ে ফেলেন। ইতিমধ্যেই তাঁকে কিংবদন্তির আসনে বসিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে বিরাটের সাফ দাবি, তিনি কোনওদিন শচীনের সমান হতে পারবেন না।
[আরও পড়ুন: রশিদ-মুজিবদের উদ্বুদ্ধ করতে আফগান শিবিরে 'ক্রিকেট দেবতা' শচীন]
ইতিহাস গড়ার পরের দিনই একেবারে মাটির মানুষ অবতারে দেখা গেল কিং কোহলিকে। কলকাতা থেকে গোটা ভারতীয় দল বেঙ্গালুরু পৌঁছে গেলেও সেখানে ছিলেন না বিরাট। আলাদা করে বিমান ধরে বেঙ্গালুরু পৌঁছন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ক্রিকেটভক্তরা বিরাটের এই আচরণ দেখে মুগ্ধ। জনৈক নেটিজেনের কমেন্ট, "কিং তাঁর প্রজাদের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন।"
ভিডিওতে দেখা যাচ্ছে, সাদাকালো রঙের পোশাক পরে, মুখে মাস্ক পরে বিমানে উঠছেন বিরাট কোহলি। মুখ ঢাকা থাকলেও সহযাত্রীদের চোখকে ফাঁকি দিতে পারেননি ভারতীয় তারকা। বিরাটকে দেখতে পেয়েই উচ্ছ্বসিত হয়ে পড়েন বিমানের অন্যান্য যাত্রীরা ভিডিও করতে শুরু করেন। ইন্ডিগো বিমানের ইকোনমি ক্লাসে বিরাট কোহলি- গোটা বিষয়টি তাঁদের কাছে অবিশ্বাস্য মনে হয়।