সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে। সেমিফাইনালে কোন চার দল খেলবে সেটাও মোটামুটি নিশ্চিত। প্রথম সেমিফাইনালে আগামী ১৫ নভেম্বর মুম্বইতে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড (পাকিস্তানের সম্ভাবনা প্রায় শেষ)। আর দ্বিতীয় সেমিফাইনালে ১৬ নভেম্বর ইডেনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা।
সন্দেহ নেই দুটি সেমিফাইনালই হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে। দেশের ক্রিকেটভক্তদের মধ্যেও উন্মাদনা চরমে। কিন্তু কোনওভাবে যদি এই সেমিফাইনালে বাদ সাধে আবহাওয়া, বৃষ্টিতে যদি কোনও এক মেগা ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি হবে? কোন দল যাবে সেমিফাইনালে?
[আরও পড়ুন: বিশ্বকাপে অনন্য রেকর্ডের সামনে রোহিত, নকআউটে বিপক্ষকে উড়িয়ে দেওয়ার মন্ত্র দিলেন ভিভ]
এমনিতে আইসিসি (ICC) আগেভাগেই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে। দুটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। অর্থাৎ নির্ধারিত দিনে বৃষ্টি হলে খেলা গড়াবে রিজার্ভ ডে-তে (Reserve Day)। কিন্তু রিজার্ভ ডে-তেও যদি খেলা সম্পূর্ণ না হয়, বা খেলার কোনও ফলাফল বের না করা যায়, সেক্ষেত্রও বিকল্প নিয়ম রয়েছে আইসিসির। নিয়ম অনুযায়ী, কোনও কারণে সেমিফাইনাল ভেস্তে গেলে লিগ টেবিলে যে দল উপরে শেষ করেছে, সেই দলই ফাইনালে খেলবে। অর্থাৎ ১৫ নভেম্বর ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচ কোনওভাবে ভেস্তে গেলে ভারতীয় সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। লিগ টেবিলে শীর্ষস্থানে থাকার দরুন ফাইনালে চলে যাবেন রোহিত শর্মারাই। একইভাবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে দল দ্বিতীয় হবে, সেমিফাইনাল ভেস্তে গেলে সেই দলই ফাইনালে যাবে।
[আরও পড়ুন: ঘরের ছেলে বিরাটের শতরানের ‘হাফসেঞ্চুরি’র হাতছানি, প্রহর গুনছে রাহুলের শহর]
তবে ক্রিকেট সমর্থকরা বৃষ্টি চান না। তাঁরা চান দুই মেগা সেমিফাইনাল তারিয়ে তারিয়ে উপভোগ করতে। তাছাড়া মুম্বই বা কলকাতা, কোনও শহরেই এই অসময়ে বিরাট বৃষ্টির বিশেষ সম্ভবনা নেই। তবু প্রকৃতির খেয়ালে সব কিছুই সম্ভব। তাই সেমিফাইনালে যে বৃষ্টি নামবে না, সেটা হলফ করে বলা যাবে না।