সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কিংবদন্তি রেডিও সঞ্চালক আমিন সায়ানি (Ameen Sayani)। তাঁর বয়স হয়েছিল ৯১। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পুত্র রাজিল সায়ানি জানিয়েছেন। নবতিপর আমিন এদিন বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার আমিন সায়ানির শেষকৃত্য সম্পন্ন হবে বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে।
১৯৩২ সালের ২১ ডিসেম্বর মুম্বইয়ে (তৎকালীন বম্বে) জন্ম আমিনের। কেরিয়ারের শুরুতে ছিলেন ইংরেজি ভাষার সঞ্চালক। পরে ধীরে ধীরে চলে আসেন হিন্দি ভাষায়। আর বাকিটা ইতিহাস। এদেশে তখন রেডিওর যুগ। অচিরেই ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন আমিন সায়ানি। তাঁর কণ্ঠের জাদু মুগ্ধ করে নানা বয়সের শ্রোতাকে। বিশেষত রেডিও অনুষ্ঠান ‘গীতমালা’ তাঁকে বিপুল খ্যাতি দিয়েছিল। আমিন সায়ানির কণ্ঠে ‘বহেনো অউর ভাইয়ো’ হয়ে উঠেছিল কিংবদন্তি। হিন্দি গানের কাউন্ট ডাউনের এক অনুষ্ঠান কেড়ে নিয়েছিল সকলের নজর। মানুষ রেডিওয় কান পেতে অপেক্ষা করে থাকতেন আমিনের গলা শোনার জন্য।
ছয় দশকেরও বেশি সময়ের কেরিয়ার তাঁর। এই রেডিও-জীবনে ৫৪ হাজার অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি। পাশাপাশি ১৯ হাজার বিজ্ঞাপন ও জিঙ্গলে কণ্ঠও দিয়েছেন আমিন। তবে কেবল ইথার তরঙ্গেই নয়, তিনি ছাপ রেখেছেন সেলুলয়েডেও। রুপোলি পর্দাতেও তাঁকে ঘোষক তথা সঞ্চালকের ভূমিকাতেই দেখা গিয়েছে।