shono
Advertisement

Breaking News

‘বাংলায় থাকতে হলে, বাংলায় কথা বলুন’, দলীয় কর্মিসভায় মন্তব্য মমতার

‘গরীব ছেলেদের দলে আনুন, চাকরি দেব’, বিতর্কিত মন্তব্য মমতার৷ The post ‘বাংলায় থাকতে হলে, বাংলায় কথা বলুন’, দলীয় কর্মিসভায় মন্তব্য মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM Jun 14, 2019Updated: 05:42 PM Jun 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরএস কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসকদের হুমকিকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছেন রাজনীতিকরা৷ তারই মাঝে আবারও বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বীজপুরে কর্মিসভার মঞ্চ থেকে মমতা বলেন, ‘আমি যখন উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাবে যাই, তখন সেখানের ভাষায় কথা বলি৷ বাংলায় থাকতে হলে, কথা বলতে হবে বাংলায়৷’ এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রাদেশিকতায় জোর দিচ্ছেন বলেই দাবি বিরোধীদের৷ একজন মুখ্যমন্ত্রী কীভাবে ভাষা বিভেদকে প্রাধান্য দিচ্ছেন, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা৷

Advertisement

[ আরও পড়ুন: রাজনৈতিক খুন নাকি ব্যক্তিগত শত্রুতার শিকার, হাসনাবাদের ঘটনার বাড়ছে ধোঁয়াশা]

লোকসভা নির্বাচনের পর থেকে বহু নেতানেত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন৷ এই প্রসঙ্গে টেনে দলত্যাগীদের খোঁচা দিতে গিয়েও বিতর্ক উসকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘যাঁদের চলে যাওয়ার তাঁরা চলে যান৷ এতে তৃণমূল দলটা শুদ্ধ হবে৷ এখনও দু’বছর আমাদের সরকার রয়েছে৷ গরীব ছেলেদের নিয়ে আসুন৷ আমার কাছে তাদের বায়োডাটা জমা দিন৷ অনেক চাকরি আছে৷ আমি ওদের চাকরি দেব৷’’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে স্বজনপোষণের তত্ত্বকে সামনে আনছেন বিরোধীরা৷ রাজ্যের যোগ্যতাসম্পন্ন বেকার যুবক-যুবতী থাকা সত্ত্বেও কীভাবে প্রশাসনিক প্রধান দলীয় কর্মিসভায় এমন মন্তব্য করতে পারেন, তা নিয়েই উঠেছে সমালোচনার ঝড়৷

[ আরও পড়ুন: ‘উধাও’ ১১ জন কাউন্সিলর, বনগাঁ থানায় অভিযোগ দায়ের পুরপ্রধানের]

লোকসভা নির্বাচনের পর থেকে বাংলার পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে৷ বাংলায় অশান্তির আবহ তৈরির চেষ্টা করা হচ্ছে৷ বীজপুরের কর্মিসভা থেকে এই ইস্যুতেই জোরালো সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মিসভার অধিকাংশ জুড়েই বারেবারে বিজেপিকে কড়া ভাষায় নিশানা করেন তিনি৷ নাম না করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘ভোটের পরই শুরু হয়েছে সন্ত্রাস৷ কিছু অশুভ শক্তির নজর পড়েছে বাংলায়৷ সন্ত্রাসী, মৌল উগ্রপন্থী, অর্ধসত্যি, উন্মত্ত সন্ত্রাস শুরু হয়েছে৷ বাংলায় থাকব৷ বাইকে করে এসে গুন্ডামি করব আমরা শুনব না৷’’ পুলিশের ভূমিকা নিয়েও এদিনের মঞ্চ থেকে ক্ষোভ উগরে দেন তিনি৷ গেরুয়া শিবিরকে প্রতিরোধ করতে দলীয় কর্মীদের সংগঠন আরও মজবুত করে তোলার আহ্বান জানান মমতা৷

The post ‘বাংলায় থাকতে হলে, বাংলায় কথা বলুন’, দলীয় কর্মিসভায় মন্তব্য মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement