shono
Advertisement
IPL 2025

জনগর্জনে অধিনায়ক ধোনিকে বরণ চিপকের, চেন্নাইয়ের বিরুদ্ধে এক বদল নাইটদের

টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের।
Published By: Arpan DasPosted: 07:09 PM Apr 11, 2025Updated: 07:50 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আইপিএলে টস করতে দেখা গেল তাঁকে। ঠিক গুনে গুনে ৬৮৩ দিন পর। নাইট রাইডার্সের বিরুদ্ধে ফের দেখা গেল অধিনায়ক এমএস ধোনিকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অধিনায়কের নজির গড়লেন ধোনি। জনগর্জনে ফেটে পড়ল চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথম একাদশে স্পেনসর জনসনের বদলে এলেন মইন আলি। 

Advertisement

আইপিএলে চেন্নাইয়ের অবস্থা একেবারেই দিশাহীন। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ৫ ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে সিএসকে। তার মধ্যে রাজস্থানের বিরুদ্ধে কনুইয়ে চোট পান চেন্নাই অধিনায়ক। তারপর অবশ্য পাঞ্জাবের বিরুদ্ধে খেলেছিলেন। কিন্তু বৃহস্পতিবার আচমকাই জানিয়ে দেওয়া হয়, আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ। অতএব উপায়? পাঁচবার আইপিল জয়ী অধিনায়ক ধোনির কাঁধেই চেন্নাইয়ের নেতৃত্বভার। যার শুরুটা হল কেকেআরের বিরুদ্ধে। ৪৩ বছর ২৭৮ দিনে অধিনায়ক হলেন ধোনি। আইপিএলের ইতিহাসে আর কোনও ক্রিকেটার এত বয়সে অধিনায়ক হননি।

টসে অবশ্য জিতলেন চেন্নাইয়ের জার্সিতে তাঁর পুরনো সতীর্থ অজিঙ্ক রাহানে। টসে জিতে বল করবে কেকেআর। প্রত্যাশা অনুযায়ী স্পেনসর জনসনের জায়গায় খেলবেন মইন আলি। তিনিও সিএসকে-প্রাক্তনী। চিপকের পিচে স্পিনের প্রত্যাশাতেই বাড়তি একজন স্পিনারকে খেলাচ্ছে নাইটরা। অন্যদিকে সিএসকে'তে ফিরলেন রাহুল ত্রিপাঠী। জায়গা পেলেন অংশুল কাম্বোজও।

নাইটদের অবস্থাও খুব একটা ভালো নয়। ৫টার মধ্যে দুটোতে জিতেছে তারা। গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে মাত্র চার রানে হারতে হয়েছে। চিপকে টসের সময় রাহানে জানালেন, অনেক কিছু উন্নতির সুযোগ রয়েছে। অন্যদিকে ধোনির বক্তব্য, রুতুরাজের অভাব অনুভব করবে চেন্নাই। তবে একটা বিষয়ে দুজনেই একমত, পিচের চরিত্র খুব একটা পরিবর্তন বদলাবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের আইপিএলে টস করতে দেখা গেল তাঁকে। ঠিক গুনে গুনে ৬৮৩ দিন পর।
  • নাইট রাইডার্সের বিরুদ্ধে ফের দেখা গেল অধিনায়ক এমএস ধোনিকে।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অধিনায়কের নজির গড়লেন ধোনি। জনগর্জনে ফেটে পড়ল চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম।
Advertisement