স্টাফ রিপোর্টার: নভেম্বরে আইএফএ শিল্ডের জন্য স্লট চেয়ে ফেডারেশনকে চিঠি দিল আইএফএ। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবার এই শতাব্দী প্রাচীন টুর্নামেন্টকে ফের শুরু করতে চাইছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা। তাদের পরিকল্পনায় রয়েছে, অতীতে যেমন সিনিয়র দল প্রতিযোগিতায় খেলত, তেমনই এবার ছয়টি সিনিয়র দলকে নিয়েই করতে চাইছে শিল্ড।
নভেম্বরে যেহেতু ফিফা উইন্ডো রয়েছে, জাতীয় দলের খেলা থাকায় এই সময় আইএসএলের ম্যাচ থাকবে না। এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছেন আইএফএ কর্তারা। এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “আমরা কথা বলেছি। সরকারিভাবে চিঠি পাঠিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে উত্তর পাব।"
অতীতে আইএফএ শিল্ডে যেমন সিনিয়র দল অংশ নিত, তেমনই দেশের ছয়টি দল নিয়ে এই প্রতিযোগিতা করার পরিকল্পনা রয়েছে।” দ্রুত স্লটের অনুমতি পেলে আইএফএ একটি বিদেশি দল আনার চেষ্টাও করতে পারে। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করেও শিল্ডের স্লট পায়নি আইএফএ। তবে এবারে তারা আশাবাদী।
আসলে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার ঠাঁসা। মরশুমের শুরুতে ডুরান্ড কাপ শেষ হয়েছে। চলছে আইএসএল। দেশের এক নম্বর লিগের পর আবার সুপার কাপ হওয়ার কথা। সেই সঙ্গে প্রথম সারির ক্লাবগুলিকে খেলতে হয় এশিয়ান টুর্নামেন্টেও। এর মধ্যে