সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমস (Asian Games) চলাকালীনই জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। স্টিমাচ আর কতদিন ভারতীয় দলের কোচ থাকবেন, সেটাই এখন সংশয়ে। শোনা যাচ্ছে, স্টিমাচকে জাতীয় দলের কোচ করতে আগ্রহী বসনিয়া। যা সুনীলদের হেডস্যরের কাছে ইউরোপের প্রথম সারিতে প্রত্যাবর্তনের লোভনীয় সুযোগ হতে পারে।
‘মেরিডিয়ান স্পোর্ট’ নামক বসনিয়ার এক সংবাদমাধ্যমের খবর, ইগর স্টিমাচ (Igor Stimac) এবং প্রাক্তন সার্বিয়া ফরওয়ার্ড সাভো মিলোসেভিচকে বসনিয়ার কোচ করার জন্য প্রাথমিক ভাবে শর্টলিস্ট করা হয়েছে। যদিও ইগরের সঙ্গে বসনিয়া এখনও যোগাযোগ করেছে কিনা, সেটা স্পষ্ট নয়। আবার স্টিমাচ নিজেও এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ। বৃহস্পতিবার সৌদি আরবের বিরুদ্ধে এশিয়ান গেমসের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ খেলবে স্টিমাচের দল। তিনি শুধু সেই ম্যাচ নিয়েই ভাবছেন বলে জানিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমকে। কোচের নীরবতা জল্পনা আরও বাড়াচ্ছে।
[আরও পড়ুন: খাস কলকাতার ফ্ল্যাটে মধুচক্র! খদ্দের সেজে ২ মহিলাকে হাতেনাতে ধরলেন গোয়েন্দারা]
যদিও এআইএফএফ (AIFF) ইগর স্টিমাচকে কোচের পদে রেখে দিতে চাইছে বলেই খবর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মায়ানমার ম্যাচের আগেই ইগর স্টিমাচকে চুক্তিবৃদ্ধির জন্য মেইল পাঠিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এশিয়ান গেমসের পর ভারতীয় দল দেশে ফিরলে ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসবেন স্টিমাচ। ফেডারেশন চাইছে অন্তত এশিয়ান কাপ পর্যন্ত স্টিমাচকে চুক্তিবদ্ধ করতে।
[আরও পড়ুন: এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জয়জয়কার, দুই ইভেন্টে সোনা ও রুপো জয় মহিলা শুটারদের]
শোনা যাচ্ছে, ইগরও চান তাঁর ভবিষ্যৎ দ্রুত ঠিক করে ফেলতে। হয় তিনি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আগেই নতুন চুক্তি সই করে ফেলবেন, নাহলে ভারতীয় দল অন্য কোনও কোচকে নিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের যাত্রা শুরু করুক। ইদানিং ফুটবলার ছাড়া, জাতীয় শিবিরের সময়সীমা নিয়ে ফেডারেশনের সঙ্গে একাধিক বার প্রকাশ্যে কলহে জড়িয়েছেন জাতীয় দলের কোচ। এই পরিস্থিতিতে আদৌ চুক্তির নবীকরণ তিনি করবেন কিনা, করলেও কী কী শর্ত দেবেন, সেসব নিয়ে প্রশ্ন রয়েছে।