shono
Advertisement

‘কাশ্মীরিরা জন্তুর মতো খাঁচাবন্দি’, অমিত শাহকে চিঠি মেহবুবাকন্যার

চিঠির আগে ভয়েস মেসেজও পাঠিয়েছিলেন ইলতিজা৷ The post ‘কাশ্মীরিরা জন্তুর মতো খাঁচাবন্দি’, অমিত শাহকে চিঠি মেহবুবাকন্যার appeared first on Sangbad Pratidin.
Posted: 12:51 PM Aug 16, 2019Updated: 12:51 PM Aug 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারা বাতিলের পর থেকে প্রাণহানির ভয়ে বাঁচছেন কাশ্মীরিরা৷ তাঁদের অবস্থা খাঁচায় বন্দি জন্তুর মতো বলেই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা৷ এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লেখেন তিনি৷ পাঠিয়েছেন ভয়েস মেসেজও৷

Advertisement

[আরও পড়ুন: বুরারির ছায়া কর্ণাটকে, পরিবারকে খুন করে আত্মঘাতী যুবক]

কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার আগে থেকে গৃহবন্দি করে রাখা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাকে৷ এরপর গ্রেপ্তারও করা হয় তাঁদের৷ মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদের অভিযোগ, তাঁকে আটক করে রাখা হয়েছে৷ প্রাণহানির ভয় দেখানো হচ্ছে৷ এমনকী সংবাদমাধ্যমেরও মুখোমুখি হতে দেওয়া হচ্ছে না ইলতিজাকে৷ অভিযোগ জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠান মুফতিকন্যা৷ তিনি লেখেন, ‘‘সারা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে৷ কিন্তু কাশ্মীরিদের অবস্থা খাঁচায় বন্দি জন্তুর মতো। তাঁদের মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়তই৷ আমাদের কাউকে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না৷ বাড়ির বাইরেও বেরোতে পারছি না৷ আমাকে এভাবে আটকে রাখার মানে কী? আমি কি অপরাধী? নিরাপত্তারক্ষীদের থেকে জানতে পারলাম সংবাদমাধ্যমে মুখ খুলেছিলাম বলেই আমার এমন পরিণতি৷ আমি নিজের প্রাণহানির ভয় পাচ্ছি৷ কাশ্মীরিদের জীবন নিয়েও ভয় লাগছে আমার৷’’

[আরও পড়ুন: বদলাচ্ছে এটিএম থেকে টাকা তোলার নিয়ম, বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের]

চিঠির আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয়েস মেসেজও পাঠিয়েছিলেন মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা৷ মা বন্দি অবস্থায় একেবারে ভাল নেই বলেও অভিযোগ করেছিলেন তিনি৷ বর্তমানে উপত্যকায় ইন্টারনেট এবং ফোন পরিষেবা বিচ্ছিন্ন৷ কোনওভাবেই কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না৷ কাশ্মীরিদের আসল পরিস্থিতি যাতে সকলের সামনে না আসে সেই স্বার্থে যোগাযোগ ব্যবস্থার উপর প্রশাসন কোপ বসিয়েছে বলেও অভিযোগ ইলতিজার৷ তবে সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থেই কড়াকড়ি করা হচ্ছে বলেই পালটা দাবি পুলিশের৷

The post ‘কাশ্মীরিরা জন্তুর মতো খাঁচাবন্দি’, অমিত শাহকে চিঠি মেহবুবাকন্যার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement