shono
Advertisement

Breaking News

সার্ভিস চার্জ দেওয়ার প্রয়োজন নেই, সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

তিনি জানান, হোটেলের মেনু কার্ডেই সমস্ত চার্জের উল্লেখ থাকতে হবে।
Posted: 10:59 PM Jan 11, 2017Updated: 05:29 PM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেস্তরাঁয় খাবারের দাম দেওয়ার পাশাপাশি দিতে হত পরিষেবা কর।  সরকারি নিয়মেই এই কর দেওয়া এতদিন বাধ্যতামূলক ছিল। তবে বেশ কিছুদিন আগেই সেই নিয়ম তুলে দেওয়ার প্রস্তাব কেন্দ্রর।  এবার খাদ্য ও ক্রেতা সুরক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিলেন, সার্ভিস চার্জ অবৈধ।  তা দেওয়ার দরকার নেই।

Advertisement

সাধারণভাবে ৫-১০ শতাংশ সার্ভিস চার্জ খাবারের দামের সঙ্গে যোগ করা হত। পরিষেবায় কেউ সন্তুষ্ট হোক আর নাই হোক, সে কর দিতেই হত। কিন্তু এই নিয়ম তুলে দেয় কেন্দ্র। বলা হয়, কেউ রেস্তরাঁর পরিষেবায় সন্তুষ্ট হলে তবেই তিনি সার্ভিস চার্জ দেবেন। এবার এই সার্ভিস চার্জকে একরকম অবৈধ বলেই ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী। এর আগেই তিনি জানিয়েছিলেন, রেস্তরাঁগুলো পরিষেবা করের বাইরেও বিলে সার্ভিস চার্জ যোগ করছিল। এদিন তিনি সাফ জানালেন পরিষেবা কর দেওয়া অবৈধ ব্যবসারই নমুনা। গ্রাহকের তা দেওয়ার কোনও প্রয়োজন নেই। পাশাপাশি তিনি জানান, হোটেলের মেনু কার্ডেই সমস্ত চার্জের উল্লেখ হতে হবে।  তার মধ্যে সার্ভিস চার্জও থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement