সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় বলিউডে পা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আমির খানের ভাগ্নে ইমরান খান। প্রথম ছবি ‘জানে তু ইয়া জানে না’ থেকেই বলিউডের চকোলেট হিরো হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার পর বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। তবে ঝুলিতে ফ্লপের সংখ্য়া অনেক বেশি। বলিউড থেকে দুম করে হারিয়ে গেলেন সুদর্শন নায়ক। প্রায় বহুবছর বলিউডকে খোলা চিঠি লিখলেন ইমরান। স্পষ্ট জানালেন, মানসিক অবসাদে ভুগছেন তিনি!
[আরও পড়ুন: দিওয়ালির বাজারে শুধুই ‘টাইগার’ থাকবে! YRF-এর শর্তে পাল্টা বৃহত্তর আন্দোলনের হুঙ্কার টলিউডের]
ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন ইমরান। যেখানে দেখা যাচ্ছে, ইমরানের শরীরে নানা সেলাইয়ের দাগ। ইমরান লিখলেন, ”আমার চেহারা সব সময়ই একটু রোগা। যা খাই, তাই খুব সুন্দর হজম হয়ে যায়, মেটাবলিজমটা একটু বেশি। জানে তু ছবির জন্য় আমার এরকম চেহারাই প্রয়োজন ছিল। কিন্তু পরে অনেকেই আমার চেহারা দেখে কটাক্ষ করত। সেটা শুনে জিমে জয়েন করি। ধীরে ধীরে চেহারা বানানো শুরু করি।”
ইমরান আরও লিখলেন, ”জিম করার পরেই আমাকে শুটিংয়ের আগে শুনতে হয়। আমাকে নাকি দুর্বল লাগছে দেখতে। এটা শুনতে শুনতে মানসিক অবসাদে চলে যাই। হাল্কের মতো চেহারা বানানোর জন্য় স্টেরোয়েড নিতে শুরু করি। ভালো চেহারার পুরুষদের হিংসে করতে শুরু করি। তবে সে মারাত্মক অবসাদ ভরা জীবন থেকে বেড়িয়ে এসেছি। এখন নিজেকে ভালোবাসতে পেরেছি।”