সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অর্থনীতির হাল বেশ সঙ্গীন। গত ছ’বছরের মধ্যে সবচেয়ে কম জিডিপি বৃদ্ধির হার। উৎপাদন শিল্পে সংকট। কর্মসংকোচন চলছে। জুলাই থেকে সেপ্টেম্বর, দ্বিতীয় ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন তথা জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে মাত্র ৪.৫ শতাংশে। কিন্তু এর মধ্যেও ২০২০ সালে ৯.২ শতাংশ হারে ভারতে বেতন বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এমনটা জানিয়েছে কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্ট। তবে প্রকৃত বেতন বৃদ্ধির হার ততটা হবে না বলেই জানিয়েছে তারা। কারণ, মুদ্রাস্ফীতির হারও বেড়ে যাওয়ায় বেতন বৃদ্ধিতে তার বিরূপ প্রভাব পড়বে। সেক্ষেত্রে প্রকৃত বেতন বৃদ্ধি হবে মাত্র পাঁচ শতাংশ হারে।
কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্টে বলা হয়েছে, গত বছর বেতন বৃদ্ধির পরিমাণ ছিল ১০ শতাংশ। এবার তা ০.৮ শতাংশ কমেছে। প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ হবে মাত্র ৫.১ শতাংশ। কারণ, মুদ্রাস্ফীতি। বেতন যে হারে বাড়বে তার থেকে মুদ্রাস্ফীতির হার বাদ দিলে প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করা যায়। এই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে বেতন বৃদ্ধির পরিমাণ এশিয়ার মধ্যে ভারতেই সবচেয়ে বেশি হবে। অর্থাৎ চিন, জাপান-সহ এশিয়ার উন্নত দেশগুলির তুলনাতেও ভারতে বেতন বৃদ্ধির হার বেশি হবে।
[ আরও পড়ুন: এনআরসির দিকে আরও এক ধাপ! নাগরিকত্ব সংশোধনী বিলে ছাড়পত্র মন্ত্রিসভার ]
কর্ন ফেরি ইন্ডিয়ার চেয়ারম্যান ও রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর নভনীত সিং জানিয়েছেন, “বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির মধ্যেও ভারতে মৌলিক অর্থনৈতিক বিষয়গুলো মজবুত রয়েছে। যথেষ্ট ইতিবাচক বৃদ্ধি হয়েছে। সরকার উদার দৃষ্টিভঙ্গিতে আর্থিক সংস্কার করছে। তাই দেশীয় সংস্থাগুলি সতর্ক হলেও আশাবাদী। তার ফলে বেতন বৃদ্ধি এই হারে বাড়ার আশা রয়েছে।”
এই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে ২০২০ সালে বেতন বৃদ্ধির পরিমাণ হবে ৪.৯ শতাংশ। কিন্তু বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতিও বাড়বে ২.৮ শতাংশ। ফলে প্রকৃত মজুরি বৃদ্ধি দাঁড়াবে ২.১ শতাংশে। অন্যদিকে ২০২০ সালে এশিয়ায় গড় বেতন বৃদ্ধির পরিমাণ হবে ৫.৩ শতাংশ। ২.২ শতাংশ মুদ্রাস্ফীতি হওয়ায় এশিয়ায় প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে গড়ে ৩.১ শতাংশ হারে। কর্ন ফেরি ইন্ডিয়ার অ্যাসোসিয়েট ক্লায়েন্ট পার্টনার রূপাঙ্ক চৌধুরি জানিয়েছেন, “ভারতের বেতন বৃদ্ধির পরিমাণ ২০২০ সালে ৯.২ শতাংশ এবং মুদ্রাস্ফীতি ৪.১ শতাংশ হওয়ায় প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ হবে ৫.১ শতাংশ, যা পৃথিবীতে সর্বাধিক।”
এশিয়ার দেশগুলির মধ্যে বেতন বৃদ্ধির পরিমাণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া (৮.১ শতাংশ)। তারপর রয়েছে চিন (৬ শতাংশ), মালয়েশিয়া (৫ শতাংশ), দক্ষিণ কোরিয়া (৪.১ শতাংশ)। বেতন বৃদ্ধির হারে সবচেয়ে পিছনে থাকবে জাপান (২ শতাংশ), তাইওয়ান (৩.৯ শতাংশ)। কর্ন ফেরি সংস্থার কাছে পৃথিবীজুড়ে ১৩০টি দেশে ২৫ হাজার সংস্থায় কর্মরত দু’কোটির বেশি চাকরিজীবীর বেতনের রেকর্ড রয়েছে। এই রেকর্ডের উপর ভিত্তি করেই প্রতি বছর এই পরিসংখ্যান বের করে সংস্থাটি।
[ আরও পড়ুন: ১০৫ দিন পর স্বস্তি, আইএনএক্স মিডিয়া মামলায় জামিন চিদম্বরমের ]
The post আগামী বছর সবচেয়ে বেশি বেতন বাড়বে ভারতে, সমীক্ষায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.