shono
Advertisement

Breaking News

মর্মান্তিক! মাইক্রোওয়েভ থেকে উদ্ধার দু’মাসের শিশুকন্যার দেহ, প্রশ্নের মুখে বাবা-মা

ঘটনায় চাঞ্চল্য চিরাগ দিল্লি এলাকায়।
Posted: 02:07 PM Mar 22, 2022Updated: 03:36 PM Mar 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী হল দিল্লি (Delhi)। মাইক্রোওয়েভ ওভেনের ভিতর থেকে দু’ মাসের এক শিশুকন্যার দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির চিরাগ দিল্লি এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কন্যাসন্তান জন্মানো নিয়ে অশান্তি ছিল স্বামী-স্ত্রীর মধ্যে, তার জেরেই নির্মম ঘটনা ঘটিয়ে ফেলেছেন শিশুটির মা।

Advertisement

দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বেনিতা মেরি জয়কার (Benita Mary Jaiker) জানিয়েছেন, একটি হাসপাতাল মারফত পুলিশ খবর পায় যে মাইক্রোওয়েভ ওভেনের ভিতর থেকে মৃত অবস্থায় একটি দু’মাসের শিশুকন্যার দেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীরাই তা প্রথম খেয়াল করেন।

[আরও পড়ুন: ‘যদি কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার জন্য আমি দায়ী হই, ফাঁসিতে ঝোলান’, মন্তব্য ফারুক আবদুল্লার]

জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে জন্ম হয়েছিল অনন্যার। সোমবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেল তিনটে নাগাদ তার নিথর দেহ উদ্ধার হয় মাইক্রোওয়েভ ওভেনের ভিতর থেকে। শিশুটির বাবার নাম গুলশন কৌশিক, মা ডিম্পল কৌশিক।

প্রতিবেশীরা জানিয়েছেন, মাস দুয়েক আগে শিশুটির জন্মের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। দম্পতির চার বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। সোমবার দীর্ঘক্ষণ ডিম্পল নিজের ঘরে একা ছিলেন। অনেক ক্ষণ সাড়শব্দ না পেয়ে শাশুড়ি প্রতিবেশীদের ডেকে আনেন। পুলিশ এসে দরজা ভাঙে। এর মধ্যেই এক প্রতিবেশীও কাচের জানলা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েছিলেন। তিনি দেখেন, ছেলের পাশে অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে আছেন ডিম্পল। এর পরেই দেখা যায় মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে দু’মাসের শিশুকন্যার নিথর দেহ।

[আরও পড়ুন: ভদকার খালি বোতলে ঠাকুরের প্রদীপ জ্বালানোর তেল! নেটিজেনের ছবি ঘিরে বিতর্ক]

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, পুত্রসন্তানের পর কন্যাসন্তান জন্মানো নিয়ে অশান্তি ছিল স্বামী-স্ত্রীর মধ্যে। সেই অবসাদেই এই কাণ্ড করে ফেলেছেন শিশুটির মা। এই ঘটনায় পরিবারের অন্যরাও যুক্ত থাকতে পারেন। রহস্যের সমাধানে জেরা করা হচ্ছে দম্পতিকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement