স্টাফ রিপোর্টার: সপ্তমী থেকে নবমী ঠাকুর দেখতে যাওয়া মানুষজনদের জন্য সারা রাত ট্রেন চালাবে মেট্রো৷ বৃহস্পতিবার মেট্রো জিএম এম সি চৌহান জানান, প্রতিবারের মতো এবারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ সপ্তমী থেকে নবমী দুপুর ১.৪০ মিনিট থেকে মেট্রো চলাচল শুরু হবে৷ চলবে পরের দিন ভোর চারটে পর্যন্ত৷ প্রতিদিন ২২৪টি ট্রেন চলবে৷ দশমীর দিন দুপুর ১.৪০ থেকে রাত দশটা পর্যন্ত চলবে মেট্রো৷ চতুর্থী থেকে ষষ্ঠী সকাল ৭.১৫ মিনিট থেকে রাত ১০.১০ পর্যন্ত চলবে মেট্রো৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুজোর দিনগুলিতে ৫৩৫ জন করে আরপিএফ কর্মী থাকবে৷ কলকাতা ও জেলা পুলিশের কর্মীরা থাকবেন সহায়তার জন্য৷ এছাড়া মোর্চা, কমান্ডো, মহিলা বাহিনীও থাকবে৷ পুজোর আগেই টালিগঞ্জ থেকে কবি সুভাষের মধ্যে ট্রেনের সংখ্যা ২৫৩ থেকে বাড়িয়ে ২৯৮ করা হচ্ছে৷ পুজোর আগেই এসপ্লানেড মেট্রোর বিধান মার্কেটের দিকের গেটটি খুলে দেওয়া হচ্ছে৷ কালীঘাট স্টেশনে যাতে গতবারের পুজোর মতো দিনে ভিড়ের জন্য দুর্ঘটনা না ঘটে সেজন্য আজ শুক্রবার থেকেই বাড়তি দু’টি টিকিট কাউন্টার খোলা হল৷
২০১৭ সালে এপ্রিলের মধ্যে ১৬টি রেক আনা হচ্ছে৷ দু’টি আসছে আইসিএফ থেকে, ১৪টি আনা হচ্ছে চিন থেকে৷ মেট্রোর সুড়ঙ্গে ‘জিও’ সিম ব্যবহারকারীরা এখন থেকেই সরাসরি লাইন পাবেন৷ এজন্য রিলায়েন্সের সঙ্গে চুক্তি করেছে মেট্রো৷ আগামী দেড় বছরের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় সাড়ে পাঁচ কিলোমিটার, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর ৪ কিলোমিটার ও নোয়াপাড়া-যশোর রোডের মধ্যে ৫ কিলোমিটারের রেলপথটি৷ তবে নোয়াপাড়া দক্ষিণেশ্বরের মধ্যে চারশো দখলদারের মধ্যে ৪১ জনকে সরানো সম্ভব হয়েছে৷ বাকিদের উচ্ছেদের জন্য বরানগর ও কামারহাটি পুরসভা সাহায্যের আশ্বাস দিয়েছে৷
পূর্ব রেলের জিএম শ্যামকুমার এদিন জানান, আগামী অক্টোবর থেকে নতুন টাইম টেবিলের সূচনা হচ্ছে৷ শিয়ালদহ জম্মু তাওয়াই-এর মাঝে নতুন হামসফর ট্রেন চলবে৷ প্রতি সোমবার হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে৷ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী পদাতিক এক্সপ্রেস সম্প্রসারিত হচ্ছে আলিপুরদুয়ার পর্যন্ত৷ কলকাতা-লালগোলা সপ্তাহে চারদিন চলবে৷ ভগলপুর-দানাপুর ট্রেনটি রবিবার বাদে প্রতিদিনই চলবে৷ তিনজোড়া ট্রেন পাচ্ছে সুপার ফাস্ট-এর তকমা৷ সাতটি লোকাল ট্রেনের স্টপেজ বাড়ছে৷ শিয়ালদহ ডিভিশনের ৪৯টি ও হাওড়ার ২৩টি ট্রেনের সময়ের পরিবর্তন করা হচ্ছে৷
The post পুজোয় মেট্রো সারারাত, নতুন ট্রেন পূর্ব রেলে, বাড়ছে স্টপেজ appeared first on Sangbad Pratidin.