shono
Advertisement

পুজোয় মেট্রো সারারাত, নতুন ট্রেন পূর্ব রেলে, বাড়ছে স্টপেজ

পুজোর দিন অনুযায়ী মেট্রোর সময়সারণি এবং ট্রেনের খবর বিশদে জেনে নিন ক্লিক করে! The post পুজোয় মেট্রো সারারাত, নতুন ট্রেন পূর্ব রেলে, বাড়ছে স্টপেজ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:30 PM Sep 30, 2016Updated: 09:00 AM Sep 30, 2016

স্টাফ রিপোর্টার: সপ্তমী থেকে নবমী ঠাকুর দেখতে যাওয়া মানুষজনদের জন্য সারা রাত ট্রেন চালাবে মেট্রো৷ বৃহস্পতিবার মেট্রো জিএম এম সি চৌহান জানান, প্রতিবারের মতো এবারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ সপ্তমী থেকে নবমী দুপুর ১.৪০ মিনিট থেকে মেট্রো চলাচল শুরু হবে৷ চলবে পরের দিন ভোর চারটে পর্যন্ত৷ প্রতিদিন ২২৪টি ট্রেন চলবে৷ দশমীর দিন দুপুর ১.৪০ থেকে রাত দশটা পর্যন্ত চলবে মেট্রো৷ চতুর্থী থেকে ষষ্ঠী সকাল ৭.১৫ মিনিট থেকে রাত ১০.১০ পর্যন্ত চলবে মেট্রো৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে পুজোর দিনগুলিতে ৫৩৫ জন করে আরপিএফ কর্মী থাকবে৷ কলকাতা ও জেলা পুলিশের কর্মীরা থাকবেন সহায়তার জন্য৷ এছাড়া মোর্চা, কমান্ডো, মহিলা বাহিনীও থাকবে৷ পুজোর আগেই টালিগঞ্জ থেকে কবি সুভাষের মধ্যে ট্রেনের সংখ্যা ২৫৩ থেকে বাড়িয়ে ২৯৮ করা হচ্ছে৷ পুজোর আগেই এসপ্লানেড মেট্রোর বিধান মার্কেটের দিকের গেটটি খুলে দেওয়া হচ্ছে৷ কালীঘাট স্টেশনে যাতে গতবারের পুজোর মতো দিনে ভিড়ের জন্য দুর্ঘটনা না ঘটে সেজন্য আজ শুক্রবার থেকেই বাড়তি দু’টি টিকিট কাউন্টার খোলা হল৷
২০১৭ সালে এপ্রিলের মধ্যে ১৬টি রেক আনা হচ্ছে৷ দু’টি আসছে আইসিএফ থেকে, ১৪টি আনা হচ্ছে চিন থেকে৷ মেট্রোর সুড়ঙ্গে ‘জিও’ সিম ব্যবহারকারীরা এখন থেকেই সরাসরি লাইন পাবেন৷ এজন্য রিলায়েন্সের সঙ্গে চুক্তি করেছে মেট্রো৷ আগামী দেড় বছরের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় সাড়ে পাঁচ কিলোমিটার, নোয়াপাড়া-দক্ষিণেশ্বর ৪ কিলোমিটার ও নোয়াপাড়া-যশোর রোডের মধ্যে ৫ কিলোমিটারের রেলপথটি৷ তবে নোয়াপাড়া দক্ষিণেশ্বরের মধ্যে চারশো দখলদারের মধ্যে ৪১ জনকে সরানো সম্ভব হয়েছে৷ বাকিদের উচ্ছেদের জন্য বরানগর ও কামারহাটি পুরসভা সাহায্যের আশ্বাস দিয়েছে৷
পূর্ব রেলের জিএম শ্যামকুমার এদিন জানান, আগামী অক্টোবর থেকে নতুন টাইম টেবিলের সূচনা হচ্ছে৷ শিয়ালদহ জম্মু তাওয়াই-এর মাঝে নতুন হামসফর ট্রেন চলবে৷ প্রতি সোমবার হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে৷ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী পদাতিক এক্সপ্রেস সম্প্রসারিত হচ্ছে আলিপুরদুয়ার পর্যন্ত৷ কলকাতা-লালগোলা সপ্তাহে চারদিন চলবে৷ ভগলপুর-দানাপুর ট্রেনটি রবিবার বাদে প্রতিদিনই চলবে৷ তিনজোড়া ট্রেন পাচ্ছে সুপার ফাস্ট-এর তকমা৷ সাতটি লোকাল ট্রেনের স্টপেজ বাড়ছে৷ শিয়ালদহ ডিভিশনের ৪৯টি ও হাওড়ার ২৩টি ট্রেনের সময়ের পরিবর্তন করা হচ্ছে৷

Advertisement

The post পুজোয় মেট্রো সারারাত, নতুন ট্রেন পূর্ব রেলে, বাড়ছে স্টপেজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement