-
- ফটো গ্যালারি
- In huge security arrangements amarnath yatra starts after 2 years
২ বছর পর আঁটসাঁট নিরাপত্তায় শুরু অমরনাথ যাত্রা, তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে
অমরনাথ দর্শনে প্রথম পর্যায়ে যাত্রা করলেন ২৭৫০ জন তীর্থযাত্রী।
Tap to expand
দীর্ঘ প্রতীক্ষা শেষে বৃহস্পতিবার ৩০ জুন শুরু হল অমরনাথ যাত্রা। চন্দনওয়ারি এবং বালতাল বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশে রওনা দিল তীর্থযাত্রীদের প্রথম দল।
Tap to expand
কোভিডের কারণে গত দু’বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। তাই এবারের অমরনাথ যাত্রা ঘিরে তীর্থযাত্রীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা ছিল দেখার মতো।
Tap to expand
তীর্থযাত্রীদের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। জম্মু ও কাশ্মীর জুড়ে যানবাহন তল্লাশি চলছে। জম্মুর বেস ক্যাম্পে অ্যান্টি-ড্রোন সিস্টেম বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত জওয়ান।
Tap to expand
যাত্রার প্রাক্কালে বুধবার ভোরে তীর্থযাত্রীদের প্রথম ব্যাচকে পতাকা নেড়ে অমরনাথের উদ্দেশে রওনা করান জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।
Tap to expand
অমরনাথ দর্শনে প্রথম পর্যায়ে যাত্রা শুরু করেন ২৭৫০ জন তীর্থযাত্রী। প্রতিবারের মতো এবারও তিনদিনের যাত্রা। শেষনাগ ও পঞ্চতরণীতে দু'রাত কাটবেন পুণ্যার্থীরা।
Tap to expand
দুর্গম পথ ও প্রতিকূল আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রায় বহু মানুষ অসুস্থ হন। ইতিমধ্যে চিকিৎসকদের তিনটি দল পুণ্যার্থীদের পরিষেবা দিতে তৈরি। রয়েছেন ২৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।
Tap to expand
এবার ৪৩ দিন ব্যাপী চলবে বার্ষিক অমরনাথ যাত্রা। শেষ হবে আগামী ১১ অগস্ট।
Published By: Kishore GhoshPosted: 12:46 PM Jun 30, 2022Updated: 02:33 PM Jun 30, 2022
অমরনাথ দর্শনে প্রথম পর্যায়ে যাত্রা করলেন ২৭৫০ জন তীর্থযাত্রী।