সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটক (Karnataka) বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। বিজেপি বিরোধী দলগুলি কটাক্ষ করেছে, মোদি-শাহর ব্যর্থতার দায় ঘাড়ে চাপানোর মতো লোক খুঁজছে গেরুয়া শিবির। দিন শেষে স্পষ্ট যে জনতা রেয়াত করেনি হেভিওয়েটদেরও। ভোটে হেরেছেন বিগত সরকারের ১১ জন মন্ত্রী তথা ডাকসাইটে গেরুয়া নেতারা। এদের অন্যতম হিজাব নিষেধাজ্ঞার মুখ বিসি নাগেশ। তবে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই হার এড়াতে সক্ষম হয়েছেন।
দু’টি আসনে দাঁড়িয়ে দু’টিতেই হেরেছেন আবাসন পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী ভি সোমান্না। পরাজিত হয়েছেন বোম্মাইয়া মন্ত্রীসভার শিক্ষামন্ত্রী কে সুধাকর। শোচনীয় হারের মুখ দেখা অন্য মন্ত্রীরা হলেন মধুস্বামী, গোবিন্দা কারাজোল, এমটিবি নাগারাজ, বিসি পাটিল মুরুগেশ নিরানি, কেসি নারায়ণগৌড়া, বিসি নাগেশ এবং শংকর পাটিল। তবে সম্মান রক্ষা করেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ছাড়াও আরও ১১ জন মন্ত্রী। তাঁরা নিজের নিজের আসনে জয়লাভ করেছেন। সিহগাঁও বিধানসভা আসনে ৩৫ হাজার ভোটে জয় পেয়েছেন বোম্মাই।
[আরও পড়ুন: গোটা দক্ষিণ ভারত ‘বিজেপি শূন্য’, মোদির ব্যর্থতার দায় চাপানোর লোক খুঁজছে গেরুয়া শিবির!]
চলতি ভোটে পরিবারতন্ত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাল কর্ণাটকের জনতা। বড় নেতা ও মন্ত্রীর ছেলেরা কোথাও হেরেছেন, কোথাও বা জিতেছেন। বিজিতদের মধ্যে রয়েছে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিএস ইয়াদুরাপ্পার ছেলে বিওয়াই বিজেন্দ্র, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেল প্রিয়াঙ্ক খাড়গে, এইচডি দেবেগৌড়ার ছেলে এইচডি রেভান্না প্রমুখ। অন্যদিকে হারের মুখ দেখতে হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামীকে।