shono
Advertisement

পাচারকারীদের হাত থেকে উদ্ধার ১০৫১টি শিশু

নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সহযোগিতায় এই অভিযান শুরু করে পুলিশ৷ The post পাচারকারীদের হাত থেকে উদ্ধার ১০৫১টি শিশু appeared first on Sangbad Pratidin.
Posted: 09:40 PM Aug 10, 2016Updated: 04:16 PM Aug 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাচারকারীদের কবল থেকে প্রায় ১০৫১ বাচ্চাকে উদ্ধার করল ওড়িশা পুলিশের অপরাধদমন শাখা৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সহযোগিতায় এই অভিযান শুরু করে পুলিশ৷ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মুসকান-২’৷ তার ফলেই এতগুলি নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হল৷

Advertisement

গত ২৫ জুলাই থেকে শুরু করা হয় এই উদ্ধার অভিযান৷ সারা রাজ্য জুড়ে শিশু পাচারকারীদের হাত থেকে শিশুদের উদ্ধার করতে সক্রিয় হয়ে ওঠে অপরাধদমন শাখা৷ গতবছর ‘মুসকান-১’ অভিযানের ফলে প্রায় ৯০০ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছিল৷ সেই সাফল্য মাথায় রেখেই দ্বিতীয় দফায় অপারেশনের পরিকল্পনা নেওয়া হয়৷  এবার সাফল্য মিলল আরও বেশি৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের ঘাঁটিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হল হাজারেরও বেশি শিশুকে৷

ওড়িশা রাজ্য পুলিশের অপরাধদমন শাখার স্পেশাল ডিজি বি কে শর্মা জানাচ্ছেন, এই সাফল্যের পর খুব তাড়াতাড়ি পরের দফার অপারেশন শুরু হবে৷ ওড়িশার বাইরে আরও ১০টি রাজ্য জুড়ে অভিযান চালানো হবে৷ ২৪ আগস্টের মধ্যে সেই অভিযান সম্পূর্ণ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷

The post পাচারকারীদের হাত থেকে উদ্ধার ১০৫১টি শিশু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement