shono
Advertisement
Uttar Dinajpur

খুশির ইদে সম্প্রীতির বার্তা, বিভেদ ঘোচাতে ভারত সেবাশ্রমে শান্তি যজ্ঞের আয়োজন মুসলিম ব্যবসায়ীর

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর ভারত সেবাশ্রম সংঘের মন্দিরের বারান্দায় যজ্ঞের যাবতীয় আচার সম্পন্ন হয়।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:58 PM Mar 31, 2025Updated: 08:58 PM Mar 31, 2025

শংকরকুমার রায়, রায়গঞ্জ: আজ খুশির ইদ। দিকে দিকে চলছে উৎসব উদযাপন। আর এই বিশেষ দিনেই বিভেদের ঘোচাতে করতে অভিনব উদ্যোগ নিলেন মহম্মদ শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ী। ভারত সেবাশ্রমের মন্দিরে হিন্দুধর্মের রীতি উপাচারে রীতিমতো সংস্কৃত মন্ত্রোচারণে বৈদিক শান্তি যজ্ঞে অংশ নিলেন তাঁর বন্ধু ও আত্মীয় স্বজনেরা। ভগবতগীতার স্তোত্রপাঠের মধ্য দিয়ে বৃহদাকার তামার পাত্রে পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে শান্তি যজ্ঞ সম্পন্ন হয়। 

Advertisement

যদিও ইদে গ্রামে ব্যস্ত থাকায় করণদিঘির ব্যবসায়ী শাহাবুদ্দিন নিজে উপস্থিত থাকতে পারেননি। তবে তাঁর কাছের বন্ধু সুরজিৎ বৈষ্ণব এবং সন্টু সরকার যজ্ঞের প্রথম থেকেই হাজির ছিলেন। এদিন বেলা এগারো থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর ভারত সেবাশ্রম সংঘের মন্দিরের বারান্দায় যজ্ঞের যাবতীয় আচার সম্পন্ন হয়। ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রবণানন্দ মহারাজের মঠের চাতালে যজ্ঞের আগুনে রকমারি ফল আহুতি দেওয়া হয়। আদ্যাস্তোত্র পাঠ ও উপাসনার মধ্য দিয়ে মানবজাতির মঙ্গলময় যজ্ঞ সমাপ্ত করেন স্বামীজি।

এনিয়ে রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ বলেন,"সর্বধর্মের মানব কল্যানে গত তিন বছর ধরে ইদের দিনে করণদিঘির বাসিন্দা মহম্মদ শাহাবুদ্দিনের উদ্যোগে আশ্রয়ে যজ্ঞের আয়োজন করা হয়। শাহাবুদ্দিনবাবু নিজে ভারত সেবাশ্রম সংঘে এসে যজ্ঞের ব্যবস্থার কথার কথা বলেন। তিনি আশ্রমের দুঃস্থ একশো আবাসিক ছাত্রের বই-খাতা, পোশাকের জন্য আর্থিক সাহায্য করেন। তাঁর মতো উদার মানসিকতার মানুষজন যত বেশি হবে,ততই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ থাকবে না। কয়েকশো বছর ধরে হিন্দু মুসলমান একসঙ্গে এই দেশে বসবাস করছি।" আর মহম্মদ শাহাবুদ্দিন বলেন,"গত বছর তিন বছর ধরে রমজান শেষ করে ইদের দিনে ভারত সেবাশ্রমে মানব কল্যাণের জন্য যজ্ঞের আয়োজন করা হয়।" শুধু যজ্ঞ নয়, করণদিঘির নিজের বাগানের চাষ করা লিচু-সহ অন্যান্য ফলও ভারত সেবাশ্রম সংঘের হস্টেলের আবাসিকদের বিলি করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement