shono
Advertisement

মুখ্যসচিবের আবাসনে আয়কর হানা, উদ্ধার ১৮ লক্ষ টাকার নয়া নোট

তামিলনাড়ুতে ম্যারাথন তল্লাশি, গ্রেফতার খনি মাফিয়া জে শেখর রেড্ডি৷ The post মুখ্যসচিবের আবাসনে আয়কর হানা, উদ্ধার ১৮ লক্ষ টাকার নয়া নোট appeared first on Sangbad Pratidin.
Posted: 02:54 AM Dec 22, 2016Updated: 09:24 PM Dec 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যসচিবের আবাসন ও দফতরে দিনভর তল্লাশির পর উদ্ধার হল প্রায় ১৮ লক্ষ টাকার নতুন নোট ও ২ কিলোগ্রামেরও বেশি সোনা৷ খনি মাফিয়া জে শেখর রেড্ডির সঙ্গে আঁতাতের অভিযোগও উঠেছে মুখ্যসচিব পি রামা মোহন রাওয়ের বিরুদ্ধে৷ রেড্ডিকে এদিন গ্রেফতার করে সিবিআই৷ রেড্ডির বাড়িতে আগেই হানা দিয়েছিলেন আয়কর বিভাগের কর্তারা৷ সেখান থেকে উদ্ধার হয়েছে ১৩৬ কোটি টাকার নতুন ও পুরনো নোট৷ সোনা উদ্ধার হয়েছে প্রায় ১৭৭ কোটি টাকার৷

Advertisement

বুধবার আয়কর বিভাগ পি রামা মোহন রাও ছাড়াও তাঁর স্ত্রী, সন্তান, আত্মীয় ও সহকারীর বাসভবনেও হানা দেয়৷ তল্লাশি চালানো হয় মুখ্য সচিবালয়েও৷ এদিন রাতে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি৷ এখনও তল্লাশি জারি রয়েছে, যার ফলে উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে৷ রেড্ডির সঙ্গে গোপন আঁতাত রয়েছে মুখ্যসচিবের, এই খবর পেয়েই এদিন তাঁর বাসভবন, দফতরে হানা দেয় আয়কর বিভাগ৷

এদিন তামিলনাড়ুর প্রায় ১৪টি জায়গায় একযোগে অভিযান চালান আয়কর বিভাগের কর্তারা৷ চেন্নাই, চিত্তুর ও বেঙ্গালুরুতে অভিযান চলে৷ মুখ্যসচিবের বাড়িতে ভোর সাড়ে ৫টা নাগাদ হানা দেন আয়কর বিভাগের কর্তারা৷ অন্তত ২০ জন অফিসার এই অভিযান চালান৷ দুপুর ২টো ২৫ মিনিটে পি রামা মোহন রাওয়ের সচিবালয়ে অভিযান চলে৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির জন্য মোতায়েন রাখা হয় অাধাসেনা ও পর্যাপ্ত পুলিশ৷ তামিলনাড়ুর পাশাপাশি এদিন আয়কর দফতরের কর্তারা উত্তরাখণ্ডে অভিযান চালিয়ে উধম সিং নগর থেকে প্রায় ৯ লক্ষ টাকার নতুন ২ হাজার নোট উদ্ধার করেন৷

The post মুখ্যসচিবের আবাসনে আয়কর হানা, উদ্ধার ১৮ লক্ষ টাকার নয়া নোট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement