shono
Advertisement

জোড়া লজ্জার রেকর্ড গড়লেও, ধোনির কোন নজির ছুঁলেন রোহিত?

রোহিত কবে রানে ফিরবেন?
Posted: 10:13 AM Jan 15, 2024Updated: 10:13 AM Jan 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দুই ম্যাচে তাঁর নামের পাশে শূন্য। ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা (Rohit Sharma)। তবে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে অন্য একটি নজির গড়ে ফেললেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। একইসঙ্গে এই জয়ের সুবাদে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) ছুঁয়ে ফেললেন হিটম্যান।

Advertisement

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৪১টি জয় পেয়েছিলেন ধোনি। এবার সেই সংখ্যায় পা রাখলেন রোহিত। তবে অধিনায়ক হিসাবে ধোনি নিজের কেরিয়ারে ৭১টি ম্যাচ খেলে এই রেকর্ড করেছিলেন। আর সেখানে রোহিত ৫৩টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টি ম্যাচে জয় পেলেন। সিরিজের শেষ ম্যাচে ভারত জিতলেই, ধোনিকে টপকে যাবেন হিটম্যান।

[আরও পড়ুন: ‘বিরাট’ স্পর্শের তাগিদে মাঠে ঢুকলেন ভক্ত, এর পর…]

তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৪১টি ম্যাচ জিতলেও ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন রোহিত। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গোল্ডেন ডাকের ফিরে যান তিনি। প্রথম ওভারের পঞ্চম বলে ফাস্ট বোলার ফজলহক ফারুকের বলে বোল্ড হন রোহিত। এদিকে এটি ছিল রোহিতের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের ১৫০তম ম্যাচ। তিনিই প্রথম পুরুষ ক্রিকেটার যিনি এতগুলো ম্যাচ খেলেছেন। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে রানআউট হয়েছিলেন।

তবে ম্যাচ জয়ের নিরিখে ধোনিকে ছুঁলেও, হিটম্যানের নামে আরও লজ্জাজনক রেকর্ড তৈরি হয়েছে। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া যৌথ দ্বিতীয় ক্রিকেটার হয়েছেন তিনি। ২০ ওভারের ফরম্যাটে এখনও পর্যন্ত ১২ বার শূন্যতে প্যাভিলিয়নে ফিরেছেন রোহিত। তিনি ছাড়াও রুয়ান্ডার কাবারে কেভিন ইরাকোস এবং আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন শূন্যতে আউট হয়েছেন। এছাড়া রোহিত হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশিবার শূন্যতে আউট হয়েছেন। এর পর তালিকায় রয়েছেন কেএল রাহুল (৫), বিরাট কোহলি (৪), শ্রেয়স আইয়ার (৪) এবং ওয়াশিংটন সুন্দর (৪)।

[আরও পড়ুন: অস্ট্রেলীয় ওপেনে স্বমেজাজে জকোভিচ, প্রতিপক্ষকে উড়িয়ে অভিযান শুরু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement