সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ফাইনালটা ঠিক যেখানে শেষ করা হয়েছিল, ঠিক সেখান থেকেই যেন টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজটা শুরু করল ষষ্ঠবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া (Australia)। বিশাখাপত্তমের বাইশ গজে সবসময় বড় রান দেখা যায়। এবারও তেমনটাই হল। একেবারে পাটা বাইশ গজে সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) বোলারদের রাতের ঘুম কেড়ে নিলেন জস ইংলিশ (Josh Inglis)। টি-টোয়েন্টি ফরম্যাটে মারমুখী মেজাজে প্রথম শতরানের জন্য আলাদাভাবে নজর কেড়েছেন এই তরুণ। ২২০.০০ স্ট্রাইক রেট বজায় রেখে ৫০ বলে ১১০ রান করে আউট হন জস ইংলিশ। বিস্ফোরক ইনিংসে মারলেন ১১টি চার ও ৮টি ছক্কা।
জস ইংলিশকে যোগ্য সঙ্গত করলেন বহু যুদ্ধের নায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। এই দুই অজি ব্যাটারের দাপটে খেই হারিয়ে যান অক্ষর প্যাটেল থেকে রবি বিষ্ণোই। প্রসিদ্ধ কৃষ্ণা থেকে মুকেশ কুমার। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৮ রান তুলে দেয় অস্ট্রেলিয়া। ফলে এই ম্যাচ জিততে হলে ভারতকে ২০৯ রান করতে হবে।
এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্য। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) অনুপস্থিতিতে কোচ হিসাবে সাজঘরে ছিলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। ৪.৪ ওভারের মাথায় ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করে দেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। ৩১ রানে ১ উইকেট হারিয়ে প্রথম ধাক্কা খায় অজিরা। স্টিভ স্মিথ শুরু থেকে চালিয়ে ব্যাট করলেও, জশ ইংলিশ ক্রিজে আসতেই প্রাক্তন অধিনায়ক একটা দিক আগলে রেখে খেলতে শুরু করেন।
তবে ইংলিশ শুরু থেকেই ছিলেন আগুনে মেজাজে। উইকেটের চারিদিকে মারতে শুরু করে দেন। এরইমধ্যে দুজন দ্বিতীয় উইকেটে তুলে দেন ১৩০ রান। যদিও স্মিথ অর্ধ শতরান পূরণ করতেই রান আউট হয়ে ফিরে যান। করেন ৪১ বলে ৫২ রান। মারলেন ৮টি চার। বাকিটা সময় জস ইংলিশ। ১৬.৪ ওভারের মাথায় ৪৭ বলে নিজের প্রথম শতরান সেরে ফেলেন তিনি। এর পর মারতে গিয়ে ১১০ রানে আউট হন অজি ব্যাটার। তাঁর উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। বকিটা সময় মার্কাস স্টোয়নিস ও স্টিভ ডেভিড শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন। ফলে অজিরা ৩ উইকেটে ২০৮ রান তুলে দিল। এই রান কি চেজ করে ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা আদৌ জিততে পারবে?