সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের (England) টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট দুনিয়াতে চলছে ‘বাজবল’ নিয়ে আলোচনা। হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) ও অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes) সময় আগ্রাসী মনোভাবের ক্রিকেট খেলার জন্য বিপক্ষের কাছে সমীহ আদায় করে নিয়েছে সাহেবরা। তবে ‘বাজবল’-কে পালটা দেওয়ার দায়িত্ব যেমন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ঘাড়ে পড়বে, ঠিক তেমনই আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) জয়ে বড় ভূমিকা নিতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। আর তাই জেমস অ্যান্ডারসনদের সতর্ক করলেন গ্রেম সোয়ান। তাঁর দাবি, বিরাটকে রাগালেই বিপদ বাড়বে!
ভারত সফরে এসে শেষবার ২০১২ সালে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেবার ভারত সিরিজ হারলেও, বিরাটের ব্যাটে বড় রান এসেছিল। সেই অতীত মনে করিয়ে গ্রেম সোয়ান বলেন, “সেই সিরিজে বিরাট কেমন পারফর্ম করেছিল, সেটা নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। আর তাই এবারের সিরিজ শুরু হওয়ার আগে আমার দলের ক্রিকেটারদের সতর্ক করে দিলাম। কারণ একবার ওকে রাগিয়ে দিলে, বিরাটের পারফরম্যান্স আরও ভালো হয়ে যায়।”
[আরও পড়ুন: দুটো হাত নেই, তাও দাপিয়ে ক্রিকেট খেলছেন কাশ্মীরের ক্রিকেটার আমির]
১২ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে বিরাটের ব্যাটে রান ছিল না। তবে চতুর্থ টেস্টে করেছিলেন ১০৩ রান। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ১৯৮ রানের জুটি গড়েছিলেন। সেই জুটিই ভারতকে ড্র করতে সাহায্য করেছিল। ২-১ ফলে সেই সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
২০১২ থেকে ২০২২, গত ১০ বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮টি টেস্ট খেলেছেন বিরাট। ৫০টি ইনিংসে তাঁর রান ১১৯১। গড় ৪২.৩৬। স্ট্রাইক রেট ৫২.০৬। সর্বোচ্চ ২৩৫। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৯টি অর্ধ শতরান। রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে। ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে ১৫-১৯ ফেব্রুয়ারি। খেলা হবে রাজকোটে। ২৩-২৭ ফেব্রুয়ারি হবে চতুর্থ টেস্ট। সেই ম্যাচ আয়োজিত হবে রাঁচিতে। পঞ্চম টেস্ট হবে ধরমশালায়। ৭-১১ মার্চ পর্যন্ত। এমন হাই ভোল্টেজ সিরিজে বিরাট কেমন পারফর্ম করেন সেটাই দেখার।