সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি। কিন্তু প্রশ্ন হল বিরাট কোহলি (Virat Kohli) কি আদৌ বাকি তিন টেস্টে খেলবেন? ইংল্যান্ডের (England) বিরুদ্ধে কি টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকাকে ব্যাট হাতে দেখা যাবে? সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে একবার কথা বলেই দল ঘোষণা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য জাতীয় নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)।
এরমধ্যে আবার এই ইস্যুতে ঢুকে গিয়েছেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। অনুষ্কা শর্মা (Anushka Sharma) দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এই খবর বাজারে ছড়িয়ে দিতেই তৈরি হয়েছে নতুন সমীকরণ। অনেকেই মনে করছেন পরিস্থিতি যেখানে গড়াচ্ছে, সেখানে বিরাটকে মনে হয় সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না। বোর্ড সূত্রে খবর, নির্বাচকরা বিরাটের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। প্রাক্তন অধিনায়ককে জোর করে খেলাতে চাইছেন না বোর্ড কর্তারাও।
[আরও পড়ুন: উইকেট নেবেন কীভাবে? রেকর্ড গড়ে মাইলফলক ছোঁয়ার পরে বুমরাহ দিলেন টিপস]
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “আগেই বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছিল যে, সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া হবে। বিরাটের ক্ষেত্রে এখনও সেই নীতি বজায় রয়েছে। ও যদি পরিবার সামলে খেলার মতো পরিস্থিতির মধ্যে থাকে তাহলেই সিরিজের বাকি ম্যাচগুলোতে ওকে খেলতে দেখা যাবে।”
এদিকে অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে আশার খবর হল, চোট সারিয়ে তৃতীয় টেস্টে ফিরতে পারেন লোকেশ রাহুল। শুভমান গিল, শ্রেয়স আইয়ার লাল বলের ক্রিকেটে চূড়ান্ত ব্যর্থ। তাই বিরাটের অবর্তমানে লোকেশ রাহুল ফিরলে সেটা দলের জন্য ভালো হবে।
তবে একইসঙ্গে খারাপ খবরও আছে। এবং সেটা রবীন্দ্র জাদেজাকে কেন্দ্র করে। তারকা অলরাউন্ডারের হ্যামস্ট্রিংয়ের চোট এখনও সারেনি। সূত্র মারফত জানা গিয়েছে যে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে থাকা জাড্ডুর বাকি তিন টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি মহম্মদ শামির সার্ভিসও পাওয়া যাবে না। এমনটাই শোনা গিয়েছে। এমন প্রেক্ষাপটে কবে বাকি তিনটি টেস্টের দল ঘোষণা করা হবে সেটাই দেখার।